Advertisement
খেলা

Mukesh Kumar: ট্যাক্সি চালকের ছেলে টিম ইন্ডিয়ায়, বাবার মুখ উজ্জ্বল করলেন বাংলার এই ক্রিকেটার

৬ অক্টোবর শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজ। তিন ম্যাচের টি২০ সিরিজ খেলার পর তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। এই সিরিজে সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ।
  • 1/8

৬ অক্টোবর শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) একদিনের সিরিজ। তিন ম্যাচের টি২০ সিরিজ খেলার পর তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল (Team India)। এই সিরিজে সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ। 
 

বাংলা দলের ক্রিকেটার হলেও মুকেশ কুমারের জন্ম বিহারের গোপালগঞ্জে। ২০১৫-১৬ মরশুমে বাংলার হয়ে অভিষেক করেন তিনি। মুকেশের বাবা ছিলেন ট্যাক্সি চালক।
  • 2/8

বাংলা দলের ক্রিকেটার হলেও মুকেশ কুমারের জন্ম বিহারের গোপালগঞ্জে। ২০১৫-১৬ মরশুমে বাংলার হয়ে অভিষেক করেন তিনি। মুকেশের বাবা ছিলেন ট্যাক্সি চালক।
 

তিন বছর আগে তাঁকে সিএবি-র বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার পেয়েছেন মুকেশ। দারুণ খেলেন তিনি। ধারাবাহিক ভাবে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলছেন মুকেশ।
  • 3/8

তিন বছর আগে তাঁকে সিএবি-র বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার পেয়েছেন মুকেশ। দারুণ খেলেন তিনি। ধারাবাহিক ভাবে ঘরোয়া ক্রিকেটে ভাল খেলছেন মুকেশ।
 

Advertisement
পাঁচ ম্যাচে বাংলার হয়ে ২০ টি উইকেট নিয়েছেন মুকেশ। ৩০টি ফাস্ট ক্লাস ম্যাচে ১০৯টি উইকেট রয়েছে তাঁর।
  • 4/8

পাঁচ ম্যাচে বাংলার হয়ে ২০ টি উইকেট নিয়েছেন মুকেশ। ৩০টি ফাস্ট ক্লাস ম্যাচে ১০৯টি উইকেট রয়েছে তাঁর। 
 

এই মরশুমে আইপিএল-এর দল দিল্লি ক্যাপিটালসে হয়ে নেট বোলারের ভূমিকা পালন করেছেন মুকেশ। এখনও অবধি লাল বলের ক্রিকেটে বেশি সফল মুকেশ।
  • 5/8

এই মরশুমে আইপিএল-এর দল দিল্লি ক্যাপিটালসে হয়ে নেট বোলারের ভূমিকা পালন করেছেন মুকেশ। এখনও অবধি লাল বলের ক্রিকেটে বেশি সফল মুকেশ। 
 

লাল বলের ক্রিকেটে ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে দারুণ বল করেন মুকেশ। পাঁচ উইকেট নেন তিনি। ইরানি ট্রফিতে প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছেন বাংলার এই বোলার।
  • 6/8

লাল বলের ক্রিকেটে ভারতীয় এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে দারুণ বল করেন মুকেশ। পাঁচ উইকেট নেন তিনি। ইরানি ট্রফিতে প্রথম ইনিংসে চার উইকেট পেয়েছেন বাংলার এই বোলার।
 

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার ফসল পেয়েছেন মুকেশ কুমার। এবার ভারতীয় দলে তিনি সুযোগ পাননি।
  • 7/8

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার ফসল পেয়েছেন মুকেশ কুমার। এবার ভারতীয় দলে তিনি সুযোগ পাননি।               

Advertisement
ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ বৃহস্পতিবার। দ্বিতীয় ম্যাচ রবিবার। শেষ ম্যাচ ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মঙ্গলবার।
  • 8/8

ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ বৃহস্পতিবার। দ্বিতীয় ম্যাচ রবিবার। শেষ ম্যাচ ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মঙ্গলবার।              

Advertisement