Advertisement
খেলা

Kolkata Knight Riders Durga Puja: ঢাক বাজাচ্ছেন কোচ, নাচছেন ভেঙ্কটেশ, KKR-এর দুর্গাপুজো ছবি VIRAL

  • 1/8

দুর্গা পুজোয় মেতে উঠলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্রিকেটাররা। ষষ্ঠী থেকে পুজোতে মেতে উঠলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), রিঙ্কু সিংরা।
 

  • 2/8

শুধু ক্রিকেটাররা নয়, কেকেআর (KKR) কোচ চন্দ্রকান্ত পন্ডিতকেও দেখা গেল পুজোর সাজে। কোলকাতার খেলোয়াড় ভেঙ্কটেশ এবং রিংকু সিং-এর সঙ্গে কলকাতায় পৌঁছে এই উৎসব উদযাপন করেন কেকেআর কোচও।
 

  • 3/8

মধ্যপ্রদেশকে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন করার পরেই কেকেআর-এর কোচ হন চন্দ্রকান্ত পন্ডিত। গত মরশুমে ভাল খেলতে না পারা কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব নিয়ে আত্মবিশ্বাসী চন্দ্রকান্ত। কলকাতার দলকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার সংকল্প নিচ্ছেন তিনি। 
 

Advertisement
  • 4/8

বেগুনি কুর্তা ও অফ হোয়াইট পাজামা পরে কলকাতার পুজো মন্ডপে আসেন নাইটদের দলের তিন সদস্য। 
 

  • 5/8

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভেঙ্কটেশ, রিংকু এবং চন্দ্রকান্তের অনেক ছবি এবং ভিডিও শেয়ার করেছে। ভেঙ্কটেশ আইয়ারকেও এই ভিডিওগুলিতে নাচতে দেখা যায়। 
 

  • 6/8

কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর একটি ছবিও শেয়ার করেছে। এই ছবিতে দুজনকেই মায়ের পূজা করতে দেখা যাচ্ছে।  নিজের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো উদ্বোধন করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন বাংলার আরেক গর্ব ঝুলন গোস্বামীও। প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন দুই তারকা প্রাক্তন ক্রিকেটার।
 

  • 7/8

কেকেআর টিম ম্যানেজমেন্ট একটি ভিডিও শেয়ার করেছে, যাতে নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ঢাক বাজাতে দেখা যায়। অন্য ভিডিওতে ভেঙ্কটেশ আইয়ারকে নাচতে দেখা যায়। অন্য ভিডিওতে ভেঙ্কটেশ আইয়ারকে নাচতে দেখা যাচ্ছে। তাদের সবার পরনে একই রকম পোশাক। 

 

Advertisement
  • 8/8

দারুণ পুজো কাটাচ্ছেন কেকেআর দলের তিন সদস্য। মন্ডপে এসে দারুণ উপভোগ করলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুব খুশি ভেঙ্কটেশ ও রিংকু।  

Advertisement