scorecardresearch
 
Advertisement
খেলা

Jwala Gutta: সিনেমায় অভিনয় করছেন ভারতের ব্যাডমিন্টন সুন্দরী জ্বালা গুট্টা? PHOTOS

১৯৮৩ সালে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করা জ্বালা গাট্টা, 'গুন্ডে জারি গালানথাইন্ডে' ও 'ফুগলি-র' মত ছবিতে অভিনয় করেছেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতের ব্যাডমিন্টন তারকা।
  • 1/8

১৯৮৩ সালে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করা জ্বালা গুট্টা(Jwala Gutta)। ব্যাডমিন্টন খেলার পাশপাশি, 'গুন্ডে জারি গালানথাইন্ডে' ও 'ফুগলি-র' মত ছবিতে অভিনয় করেছেন। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভারতের ব্যাডমিন্টন তারকা।

ইন্দো চাইনিজ পরিবারে জন্ম হয় জ্বালা গাট্টার। তাঁর মা ইলেন গাট্টা চিনের তিয়ানজেন প্রদেশের মেয়ে। বাবা ক্রান্তি গাট্টা যদিও ভারতীয়।
  • 2/8

ইন্দো চাইনিজ পরিবারে জন্ম হয় জ্বালা গুট্টার। তাঁর মা ইলেন গাট্টা চিনের তিয়ানজেন প্রদেশের মেয়ে। বাবা ক্রান্তি গাট্টা যদিও ভারতীয়।            

জ্বালা গাট্টার স্বামী চেতন আনন্দও একজন ভাল ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। ২০০৫ সালে বিয়ে দুই জনের। যদিও ২০১১ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
  • 3/8

জ্বালা গুট্টার স্বামী চেতন আনন্দও একজন ভাল ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন। ২০০৫ সালে বিয়ে দুই জনের। যদিও ২০১১ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jwala Gutta (@jwalagutta1)

 

Advertisement
জ্বালা গাট্টা ২০১০ সাল পর্যন্ত ১৩ বার জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন। শ্রুতি কুরিয়ান ও অশ্বিনী পুনাপ্পার সঙ্গে জুটি বেঁধে বহু টুর্নামেন্ট জিতেছেন তিনি।
  • 4/8

জ্বালা গুট্টা ২০১০ সাল পর্যন্ত ১৩ বার জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতেছেন। শ্রুতি কুরিয়ান ও অশ্বিনী পুনাপ্পার সঙ্গে জুটি বেঁধে বহু টুর্নামেন্ট জিতেছেন তিনি। 

৫ফুট ১০ ইঞ্চি উচ্চতার জ্বালা গাট্টা ভারতীয় ব্যাডমিন্টনে তাঁর অবদানের জন্য অর্জুন পুরস্কারও জিতেছেন।
  • 5/8

৫ফুট ১০ ইঞ্চি উচ্চতার জ্বালা গুট্টা ভারতীয় ব্যাডমিন্টনে তাঁর অবদানের জন্য অর্জুন পুরস্কারও জিতেছেন। 

ইতিমধ্যেই তিনি বেশ কিছু ছবিতেও কাজ করেছেন। তাঁর পোশাক জ্ঞানও বেশ ভাল। স্টাইল স্টেটমেন্টের জন্য প্রচুর মানুষ তাঁকে পছন্দ করেন।
  • 6/8

ইতিমধ্যেই তিনি বেশ কিছু ছবিতেও কাজ করেছেন। তাঁর পোশাক জ্ঞানও বেশ ভাল। স্টাইল স্টেটমেন্টের জন্য প্রচুর মানুষ তাঁকে পছন্দ করেন।
 

নিজের একটি অ্যাকাডেমিও রয়েছে জ্বালা গাট্টার। তেলেঙ্গানার মইনাবাদে ব্যাডমিন্টন শেখান জ্বালা গাট্টা।
  • 7/8

নিজের একটি অ্যাকাডেমিও রয়েছে জ্বালা গুট্টার। তেলেঙ্গানার মইনাবাদে ব্যাডমিন্টন শেখান জ্বালা গুট্টা।  

Advertisement
ইনস্টাগ্রামে প্রচুর ফলয়ার রয়েছে জ্বালা গাট্টার। ৩ লক্ষ ৪৬ হাজার ফলোয়ার রয়েছে তাঁর।  
  • 8/8

ইনস্টাগ্রামে প্রচুর ফলয়ার রয়েছে জ্বালা গুট্টার। ৩ লক্ষ ৪৬ হাজার ফলোয়ার রয়েছে তাঁর।  

Advertisement