এক ভারতীয় দল এই মুহূর্তে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন। তাঁদের এই মুহূর্তে বায়ো বাবল থেকে ছুটি দেওয়া হয়েছে। তাঁরা ইংল্যান্ডের মাটিতে খুব শীঘ্রই খেলবেন টেস্ট ম্যাচ। আর সেই কারণে অনুশীলনও করবেন তবে তার আগে তাঁরা এখন বিশ্রামে। অন্যদিকে ১৩ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে নামতে চলেছে আরও এক ভারতীয় দল।
এই ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন ভারতীয় ওপেনার ও অভিজ্ঞ ক্রিকেটার শিখর ধাওয়ান। ভারতীয় দলের হয়ে এই সফরে কোচের ভূমিকা পালন করছেন রাহুল দ্রাবিড়। আর সেই দলই এবার শ্রীলঙ্কায় অনুশীলনে নেমে পড়ল শুক্রবার থেকেই।
অধিনায়ক শিখর ধাওয়ানের পাশাপাশি শ্রীলঙ্কার এই ট্যুরে ভারতীয় দলের কোচিং দিতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক, ব্যাটসম্যান ও এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়। তাঁর হাতেই ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এবার ধাওয়ান-কুলদীপদের তিনি প্রশিক্ষণ দেবেন। রবি শাস্ত্রী টেস্ট দলের সঙ্গে ইংল্যান্ডে থাকায় এই দলকে কোচিং দেবেন দ্রাবিড়।
Loud music blaring in your ears 🎶
— BCCI (@BCCI) July 1, 2021
Your teammate miming & mouthing words 🗣️
This guessing game takes a hilarious turn very soon 😄 #TeamIndia #SLvIND
Presenting Music & Mime ft. @SDhawan25 & @PrithviShaw 😎 - by @ameyatilak
Full video 🎥 👇 https://t.co/nzOZEZjeC3 pic.twitter.com/ZxfxDGj1Ok
প্রথমে মুম্বইয়ে কোয়ারান্টাইনে ছিল ভারতীয় ক্রিকেট দল। আর তারপরই ভারতীয় দল নিজেদের কোয়ারান্টাইন শেষ করে উড়ে যায় শ্রীলঙ্কা সফরে। আর সেখানে তাঁরা নিজেদের কোয়ারান্টাইন শেষ করে ও কোভিড টেস্টে নেগেটিভ হয়ে এবার অনুশীলনে নামলেন ভারতীয় ক্রিকেটাররা।
শ্রীলঙ্কার মাটিতে ১৩ জুলাই থেকে একিদনের ম্যাচ খেলবে ভারতের এই সীমিত ওভারের ক্রিকেট দল। ১৮ জুলাই ভারতের তৃতীয় ও শেষ ওডিআই। তারপর ২১ জুলাই থেকে টি২০ খেলবে ভারতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২১, ২৩ ও ২৫ জুলাই তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন শিখর ধাওয়ানরা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হতে চলেছে সবকটি ম্যাচ। করোনার কারণেই এক ভেন্যুতে ম্যাচ হবে।
📸📸 Snapshots from #TeamIndia's first training session in Sri Lanka 💪💪#SLvIND pic.twitter.com/hzBx8DNye2
— BCCI (@BCCI) July 2, 2021
ইতিমধ্যেই শ্রীলঙ্কা পৌঁছে নিজেদের ফটোসেশ্যন শুরু করে দিয়েছেন ধাওয়ানরা।
শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় সীমিত ওভারের দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী সাউ, দেবদূত পাড্ডিকাল, ঋতুরাজ গায়েকওয়াড়, সূর্যকুমার যাদব, মণীশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, নীতিশ রানা, ঈশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌথম, ক্রুনাল পান্ডিয়া, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), দীপ চাহার, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া।
নেট বোলার: ঈশান পোড়েল, সন্দীপ ওয়ারিওয়ার, অর্শদীপ সিং, সাই কিশোর, সিমরজিৎ সিং।