scorecardresearch
 
Advertisement
খেলা

মেসি বনাম রোনাল্ডো চান মদন! পেলে-মারাদোনা-ফোরলানদের যে ভাবে আপন করেছিল কলকাতা

2
  • 1/9

তবে মদন মিত্র বর্তমানে বিশ্ব ফুটবলের এই দুই তারকাকে চাইলেও, অতীতে বাংলা ও কলকাতার মাটিতে পা রেখে গিয়েছেন একাধিক বড় ফুটবল তারকারা। এসেছেন মেসি, পেলে, অলিভার কান, ডিয়েগো মারাদোনা সহ ডিয়েগো ফরলানরা।

1
  • 2/9

বাংলা অন্যতম ফুটবলের আতুরঘর। ফুটবল প্রেমী বাঙালি খুবই কম রয়েছে পুরো রাজ্যে। আর কলকাতায় ঘুরে গিয়েছেন ফুটবলের রাজপুত্র থেকে শুরু করে বড় তারকারা। আর সেই কলকাতায় এবার তৃণমূল বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন রাজ্যের ক্রীড়ামন্ত্রী চাইছেন রোনাল্ডো বনাম মেসির ডার্বি। এই দুই ফুটবলারকে এনে একে অপরের বিরুদ্ধে খেলাতে চান মদন মিত্র। আর সেই কাজটা খুব তাড়াতাড়ি করার আয়োজন করার ইচ্ছাপ্রকাশ করেছেন বঙ্গ রাজনীতির ক্রাশ মদন মিত্র।

3
  • 3/9

ভারতে ও কলকাতার মাটিতে ব্রাজিলের তারকা ফুটবলার পেলে এসেছেন দুবার। ১৯৭৮ সালে প্রথম কলকাতার মাটিতে পা রেখেছিলেন পেলে। তখনকার দিনে পেলেকে ও ব্রাজিলিও ফুটবল নিয়ে ছিল অন্যরকমের উন্মাদনা। আর সেই সময় কলকাতায় এসেছিলেন ফুটবলের ভগবান।

Advertisement
4
  • 4/9

একবারই নয় ব্রাজিলিও তারকা ফুটবলার পেলে কলকাতায় এসেছেন দ্বিতীয়বারও। খুব বেশিদিন আগের কথা নয়! পেলে ফের একবার কলকাতায় এসেছিলেন ২০১৫ সালে। ২০১৫ সালে সুব্রত কাপের ফাইনালে অনূর্ধ্ব১৭ ভারতীয় ফুটবলারদের উৎসাহ যোগাতে এসেছিলেন তিনি।

5
  • 5/9

মারাদোনা ফুটবলের রাজপুত্র। বাংলা ও কলকাতায় একদিকে যেমন ব্রাজিলিও ফ্যানে ভর্তি। ঠিক তেমনই অর্ধেক রয়েছেন আর্জেন্টিনা ফ্যান। আর তাঁরা পছন্দ করতেন ডিয়েগো মারাদোনাকে। এই ফুটবলারের খেলা অন্যতম একটি নজির ছিল সবার কাছে তিনি কলকাতায় পা রেখেছিলেন দুবার। প্রথমবার মারাদোনা এসেছিলেন ২০০৮ সালে। তিনি একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন। আর্জেন্টিনা ও ফুটবলের রাজপুত্রের পা ছোয়ার জন্য লাইন পরে গিয়েছিল সব জায়গায়। আর এই তারকাকে পুরোপুরি ভাবে আপন করে নিয়েছিল কলকাতা ও বাংলার ফুটবল অনুরাগীরা।

6
  • 6/9

দ্বিতীয়বার মারাদোনা কলকাতার মাঠে এসেছিলেন ২০১৭ সালে। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডিয়েগো মারাদোনার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। তিনি মাঠে ছিলেন সবার সঙ্গে। আর তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে ও প্রিয় ফুটবলের রাজপুত্রকে একবার ছুঁতে ভিড় জমিয়েছিলেন হাজার-হাজার মানুষ।

7
  • 7/9

পেলে মারাদোনার পাশাপাশি ভারতের মাটিতে, কলকাতার মাটিতে পা রেখেছিলেন লিওনেল মেসিও। ২০১১ সালে কলকাতায় এসেছিলেন মেসি। অন্যতম সেরা এই ফুটবলারকে স্বাগত জানাতে এয়ারপোর্ট থেকে ভিড় জমিয়েছিল হাজার হাজার দর্শক। সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। বার্সোলোনা ও আর্জেন্টাইন এই তারকাকে নিয়ে উন্মাদনা ছিল চরমে। সেই মেসিকি ফের আসবেন কলকাতায়। হবে কী মেসি ও রোনাল্ডো দ্বৈরথ?

Advertisement
8
  • 8/9

এই তারকাদের পাশাপাশি কলকাতার মাঠে এসেছিলেন ডিয়েগো ফোরলানের মতো তারকা। ২০১০ সালে এই উরুগুয়ের তারকা ঘুরে গিয়েছেন কলকাতা থেকে। কলকাতা ও বাংলার ফুটবল ও ভারতের ফুটবলকে উৎসাহ দিতে কলকাতার মাটিতে হাজির ছিলেন ফোরলান।

9
  • 9/9

জার্মানের তারকা ফুটবলার ছিলেন অলিভার কান। গোলরক্ষক হিসাবে ছিলেন বিশ্বের অন্যতম সেরা। আর সেই ফুটবলারই এসেছিলেন কলকাতার মাটিতে। বায়ার্ন মিউনিখ ও মোহনবাগানের একটি প্রীতি ম্যাচে খেলেছিলেন তিনি। এই তারকাকে স্বাগত জানাতেও হাজারে-হাজারে ফুটবল অনুরাগীদের ভিড় হয়েছিল। একই সঙ্গে মাঠেও প্রচুর দর্শক ভিড় জমিয়েছিলেন।

Advertisement