scorecardresearch
 
Advertisement
খেলা

সিডনিতে অনুশীলনে নামল কোহলি ব্রিগেড, দেখুন ছবিতে

Team India Practise
  • 1/8

ভারতীয় দলের 'কুলচা' জুটি। আদতে একটি খাওয়ারের নাম হলেও ভারতীয় স্পিন অ্যাটাকে অন্যতম দুই প্রধান ক্রিকেটার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এবার অনুশীলনের ফাঁকে দুই ক্রিকেটারকে দেখা গেল ফটোসেশ্যনে।

Team India Practise
  • 2/8

অস্ট্রেলিয়ার মাটিতে প্র্যাকটিসে নেমে পড়লো ভারতীয় ক্রিকেট দল। সিডনি অলিম্পিক পার্কে অনুশীলন সেরে ফেললেন চেতেশ্বর পূজারা-অজিঙ্কা রাহানেরা। আউটডোর জিমে গা-ঘামালেন পূজারারা।

Team India Practise
  • 3/8

অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছে সবার আগে কোভিড টেস্ট দিতে হয়েছে ভারতীয় দলের ক্রিকেটারদের। কোভিড টেস্ট পাশ করে এবার জিমে জোর কদমে অনুশীলন ভারতীয় বোলার-ব্যাটসম্যান-উইকেটরক্ষকদের।

Advertisement
Team India Practise
  • 4/8

দলের অন্যতম ট্রাম্পকার্ড হতে পারেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়া টুরে নজর কাড়তে পারেন তিনি। সবকটা ফরম্যাটেই অনবদ্য ক্রিকেট খেলেন এই বাঁ-হাতি ভারতীয় ক্রিকেটার। এবার নিজেদের ফিটনেসে সান দিচ্ছেন জাদেজা। সঙ্গে উমেশ যাদব ও কুলদীপ যাদব।

Team India Practise
  • 5/8

কোভিড আক্রান্ত হয়েছিলেন আইপিএলের প্রথমে। ফলে চিন্তা একটা ছিল ভারতীয় দলের এই পেস বোলারকে নিয়ে। তবে অস্ট্রেলিয়ার মাটিতে স্পর্শ করে কোভিড টেস্ট পাশ করে গিয়েছেন দীপক চাহার। একই সঙ্গে ওয়েট ট্রেনিংয়ে দেখা গেল ভারতীয় বোলারকে।

Team India Practise
  • 6/8

ভারতীয় দলে সুযোগ এসেছে হঠাৎ করেই। নাটরাজন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দারুণ বোলিং করেছেন। একই সঙ্গে ঈশান্ত শর্মা, বরুন চক্রবর্তীদের চোট থাকায় তিনি ভারতীয় দলে। অস্ট্রেলিয়া পৌঁছে কঠোর অনুশীলনে নাট্টু।

Team India Practise
  • 7/8

আইপিএলে চ্যাম্পিয়ন দলের সদস্য হার্দিক পান্ডিয়া। ফলে বিদেশের মাটিতে অলরাউন্ডার হিসাবে ভালো ভূমিকা তিনি পালন করতেই পারেন। এবার অস্ট্রেলিয়া পৌঁছে নিজের ফিটনেসে জোর দিয়েছেন হার্দিক।

Advertisement
Team India Practise
  • 8/8

ভারতীয় দলে সুযোগ এসেছে হঠাৎ। বিরাট কোহলির দলে আইপিএলে খেলেছেন সিরাজ। আইপিএলে ভালো পারফরম্যান্সেই ফের একবার সুযোগ হয়েছে ভারতীয় দলে। একই সঙ্গে অনুশীলন করছেন ব্যাটসম্যান হনুমা  বিহারী।

Advertisement