
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম শুরু হয়ে গিয়েছে। ১০টি দল অংশ নিয়েছে এই নিলামে। প্রথম দফায় বিক্রি হয়ে গিয়েছে ১০ ক্রিকেটার। সর্বাধিক দাম উঠেছে শ্রেয়স আইয়ারের। তাঁকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

শিখর ধবনকে ৮ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস। তাঁকে দলে টানতে লড়াই হয় দিল্লি এবং রাজস্থানের। পরে পঞ্জাব বাজিমাত করে।

অশ্বিনকে ৫ কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস।

কেকেআর ৭ কোটি ২৫ লক্ষে কিনল প্যাট কামিন্সকে। প্রথম থেকে কামিন্সকে কিনতে ঝাঁপিয়েছিল কলকাতা।

পঞ্জাব কিংস ৯ কোটি ২৫ লক্ষে কিনল কাগিসো রাবাডাকে।

ট্রেন্ট বোল্টকে ৮ কোটি টাকায় কিনল রাজস্থান।

অধিনায়ক মুখ খুঁজছে কলকাতা। ১২ কোটি ২৫ লক্ষে শ্রেয়স আইয়ারকে নেওয়া হল।

শামিকে ৬ কোটি ২৫ লক্ষ দিয়ে কিনল গুজরাত টাইটান্স।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৭ কোটি টাকায় নিল ফাফ ডুপ্লেসিকে।

৬ কোটি ৭৫ লক্ষে টাকায় লখনউয়ে গেলেন কুইন্টন ডি'কক।

দিল্লিতে ডেভিড ওয়ার্নার। দাম পেলেন ৬ কোটি ২৫ লক্ষ।