scorecardresearch
 
Advertisement
খেলা

IPL Mega Auction 2022: নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে

 নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
  • 1/10

চেন্নাই সুপার কিংস: ইতিমধ্যেই চার ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), এমএস ধোনি (১২ কোটি), মঈন আলি (৮ কোটি), ঋতুরাজ গায়কওয়াদ (৬ কোটি) টাকা দিয়ে রিটেইন করেছে সিএসকে। এখনও অবধি চেন্নাই মোট খরচ করেছে ৪২ কোটি টাকা। তাদের হাতে রয়েছে আরও, ৪৮ কোটি টাকা।

 নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
  • 2/10

মুম্বাই ইন্ডিয়ান্স: নিলামের আগে ৪২ কোটি টাকা খরচ করে ফেলেছে। রোহিত শর্মা (১৬ কোটি), জসপ্রিত বুমরাহ (১২ কোটি), সূর্যকুমার যাদব (৮ কোটি), কাইরন পোলার্ড (৬ কোটি) । তাদের হাতে রয়েছে ৪৮ কোটি টাকা।

 নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
  • 3/10
কলকাতা নাইট রাইডার্স: আন্দ্রে রাসেল(১২ কোটি টাকা/১৬ কোটি টাকা কাটা হবে), বরুণ চক্রবর্তী(৮ কোটি টাকা/১২ কোটি টাকা কাটা হবে), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি), সুনীল নারিন (৬ কোটি) - মোট খরচ ৪২ কোটি টাকা, ৪৮ কোটি টাকা রয়েছে।
Advertisement
 নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
  • 4/10

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি (১৫ কোটি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি), মহম্মদ সিরাজ (৭ কোটি)। মোট ব্যয় ৩৩ কোটি। আরও ৫৭ কোটি টাকা খরচ করতে পারবে আরসিবি।

 নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
  • 5/10

রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (১৪ কোটি), জশ বাটলার (১০ কোটি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি) । মোট খরচ ২৮ কোটি। হাতে থাকছে, ৬২ কোটি টাকা।

 নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
  • 6/10

সানরাইজার্স হায়দ্রাবাদ: কেন উইলিয়ামসন (১৪ কোটি), আবদুল সামাদ (৪ কোটি), উমরান মালিক (৪ কোটি)- মোট খরচ ২২ কোটি। ৬৮ কোটি টাকা খরচ করতে পারবে।

 নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
  • 7/10

পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি / ১৪ কোটি টাকা কাটা হবে), আরশদীপ সিং (৪ কোটি) - মোট খরচ ১৮ কোটি। আরও ৭২ কোটি টাকা খরচ করতে পারবে তারা।

Advertisement
 নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
  • 8/10

দিল্লি ক্যাপিটালস: ঋষভ পন্ত (১৬ কোটি), অক্ষর প্যাটেল (৯ কোটি / কাটা হবে ১২ কোটি), পৃথ্বী শ (৭.৫ কোটি / কাটা হবে ৮ কোটি), এনরিক নরকিয়া (৬.৫ কোটি) - মোট খরচ ৩৯ কোটি, হাতে রয়েছে ৪২.৫০ কোটি টাকা।

 নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
  • 9/10

গুজরাট টাইটান্স: হার্দিক পান্ড্য (১৫ কোটি), রশিদ খান (১৫ কোটি), শুভমান গিল (৭ কোটি)- মোট ব্যয় ৩৭ কোটি। আরও ৫৩ কোটি টাকা খরচ করতে পারবে তারা।

 নিলাম শুরুর আগে জেনে নিন, কোন দলের কাছে কত টাকা রয়েছে
  • 10/10

লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (১৫ কোটি), মার্কাস স্টয়নিস (১১ কোটি), রবি বিষ্ণোই (৪ কোটি)- মোট খরচ ৩০ কোটি, হাতে রয়েছে, ৬০ কোটি৷

Advertisement