scorecardresearch
 
Advertisement
খেলা

ICC Under-19 World Cup: কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন যশ ধুলরা দেখুন ছবি

কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন ইয়াস ধুলরা দেখুন ছবি
  • 1/10

বুধবার সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৯৬ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারতীয় দল। জুনিয়র টিম ইন্ডিয়ার সামনে রেকর্ড গড়ার হাতছানি। প্রথম দেশ হিসেবে পাঁচবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বে ভারত। 

কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন ইয়াস ধুলরা দেখুন ছবি
  • 2/10

গায়ানায় প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৫ রানে হারিয়ে দিয়েছিল ভারত। টিম ইন্ডিয়া ২৩২ রান করেছিল এবং জবাবে দক্ষিণ আফ্রিকা ১৮৭ রানে গুটিয়ে যায়। 

কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন ইয়াস ধুলরা দেখুন ছবি
  • 3/10

গ্রুপের দ্বিতীয় ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে করোনা সংক্রমণের শিকার হতে হয়েছে। অধিনায়ক যশ ধুল সহ অনেক খেলোয়াড়ই করোনায় আক্রান্ত হয়েছিলেন, তবুও আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেই মাঠ ছাড়ে ভারত। প্রথমে ব্যাট করে ৩০৭ রান করে তারা। জবাবে মাত্র ১৩৩ রানে শেষ হয় আইরিশদের ইনিংস।  

Advertisement
কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন ইয়াস ধুলরা দেখুন ছবি
  • 4/10

গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার বিরুদ্ধেও সহজেই জেতে ভারতের যুব দল। শুরুতে ব্যাট করে ৩২৬ রান করে ভারত। মাত্র ৭৯ রানেই সব উইকেট হারায় উগান্ডা। রাজ অঙ্গদ বাওয়া এবং আংকৃশ রঘুবংশী ২০৬ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। 

কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন ইয়াস ধুলরা দেখুন ছবি
  • 5/10

কোয়ার্টার ফাইনালে গত বারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে হারায় ভারত। লো স্কোরিং ম্যাচে পাঁচ উইকেটে জেতে ভারতের যুব দল। মাত্র ১১১ রান করে সব উইকেট হারায় বাংলাদেশ। জবাবে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। 

কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন ইয়াস ধুলরা দেখুন ছবি
  • 6/10

বুধবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে গিয়েছে ভারত। অজিদের ৯৬ রানে হারায় ভারত। প্রথমে ব্যাট করে ২৯০ রান করে ভারত। জবাবে ১৯৮ রানে সব উইকেট হারায় অস্ট্রেলিয়া। 

কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন ইয়াস ধুলরা দেখুন ছবি
  • 7/10

শনিবার ফাইনালে খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড। এখনও চারবার ভারত চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮ সালে শেষবার ভারত শিরোপা জেতে। অন্যদিকে ১৯৯৮ সালের পর প্রথমবার ফাইনালে উঠল ইংল্যান্ড। 

Advertisement
কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন ইয়াস ধুলরা দেখুন ছবি
  • 8/10

অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়ে সাত ম্যাচে ২৬৪ রান করেছেন অধিনায়ক ইয়াস ধুল। যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা শতরানও। সেমিফাইনালে ১১০ রান করেন ভারত অধিনায়ক। 

কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন ইয়াস ধুলরা দেখুন ছবি
  • 9/10

দলের বেশ কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেও ফাইনালে যেতে অসুবিধা হয়নি ভারতের।  

কেমন ভাবে ফাইনালে পৌঁছালেন ইয়াস ধুলরা দেখুন ছবি
  • 10/10

ছয় বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল খেলে ফেলল ভারত। তার মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ভারতের ছোটরা। 

Advertisement