রবিবার গুজরাটের আহমেদাবাদে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। করোনার জন্য দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে এই ম্যাচ।প্রথম ম্যাচের আগে কড়া অনুশীলন করেছে টিম ইন্ডিয়া।
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও কঠোর অনুশীলন করছেন। বিরাট কোহলির একটি ছবি সামনে এসেছে, যেখানে তাঁর অ্যাবস দেখা গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে বিরাট কোহলির এই ছবি।
এই বছরে রোহিত শর্মার সামনে অনেক চ্যালেঞ্জ। তাঁকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে।
প্রথম একদিনের ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য বিশেষ হতে চলেছে। কারণ এটি হবে ভারতের ১০০০তম একদিনের ম্যাচ। এর আগে কোনও দেশই ১০০০টি একদিনের ম্যাচ খেলতে পারেনি।
ঋষভ পন্ত, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল এবং অন্যান্য সমস্ত খেলোয়াড়রা টিম ইন্ডিয়ার অনুশীলনের গা ঘামছেন। রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং অন্যান্য সাপোর্ট স্টাফদেরও দেখা গিয়েছে বাড়তি পরিশ্রম করতে।
টিম ইন্ডিয়ার উদ্বেগও রয়েছে কারণ শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, নবদীপ সাইনি সহ টিম ইন্ডিয়ার সাত সদস্য সিরিজ শুরুর আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে কয়েকজন সাপোর্ট স্টাফও রয়েছেন। (ছবি: অনুশীলনের সময় বিরাট কোহলি)
এই বছরে রোহিত শর্মার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তাঁকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে।
বিরাটের জন্যও এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। তার কারণ দীর্ঘদিন প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাট থেকে সেঞ্চুরি আসছে না। অর্ধ শতরান করলেও শতরান আসছে না তাঁর ব্যাট থেকে।
ভারতীয় দলের অনুশীলনে বেশ চনমনে লাগছে বিরাট কোহলিকে। তিন ম্যাচের একদিনের সিরিজের পর তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভারতীয় দল।