মেসিকে স্পর্শ করলেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ম্যাচে গোলের নিরিখে আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসিকে তিনি ছুঁলেন।
একই সঙ্গে ৩-০ ব্যবধানে নেপালকে হারিয়ে ২০১৫ সালের পর ফের সাফ কাপ চ্যাম্পিয়ন হলো ভারত। ম্যাচের শুরু থেকে মাঠে আধিপত্য বজায় রেখেছিল ভারত।
ভারতীয় ফুটবলের প্রথম আক্রমণ বজায় রাখলেও গোলমুখ খুলতে পারেনি। ভারতীয় দল ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে গোল পেয়ে যান অধিনায়ক সুনীল ছেত্রী।
আর তারপরই ইতিহাসের পাতায় নিজের নাম উঠিয়ে ফেলেন তিনি। সমগ্র ভারতীয় ফুটবল দলকে টুইটারে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। পঞ্চমবারের জন্য সাফ কাপ চ্যাম্পিয়ন হলো ভারত। পাশাপাশি দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ৮০ তম গোল করে তিনি বিশ্ব তারকা লিওনেল মেসিকে স্পর্শ করলেন।
ম্যাচের প্রথমার্ধে থেকেই মুহুর্মুহু আক্রমণে নেপালের ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে রেখেছিল ভারতীয় দল। আক্রমণের ঝাঁঝ থেকে কখনওই নিজেদের স্বাচ্ছন্দ করতে পারেনি নেপালি ফুটবলাররা।
বিশ্ব ও আন্তর্জাতিক মঞ্চে যতই হতাশজনক ফল হোক না কেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় দাদা যে ভারতই সেটা আরও একবার প্রমাণ করলো তারা।
তবে লাগাতার আক্রমণের পরেও প্রথমার্ধে গোল মুখ খুলতে না পারা ঘুরিয়ে দলের ব্যর্থতায় বলেই মানা হবে। তবে দ্বিতীয়ার্ধে অবশ্য কোনও রকম ভুল করেননি। একের পর এক তিনটি গোল বিপক্ষের জালে জড়িয়ে দেন ভারতীয় খেলোয়াড়রা।