scorecardresearch
 
Advertisement
খেলা

'মা দুর্গার আশীর্বাদে' প্রীতি ম্যাচে জয় SC East Bengal-র! ISL-র আগে সাবলীল লাল-হলুদ দল

1
  • 1/10

আর কিছুদিন পরই আইএসএল। আর সেই আইএসএল ঘিরেই এবার নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলই। প্রাক মরশুম প্রস্তুতি চলছে ইস্টবেঙ্গল-মোহনবাগানেরও।  SC East Bengal| ISL|

2
  • 2/10

SC East Bengal এই মুহূর্তে নিজেদের জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। গোয়ায় পুজোর মধ্যেও কলকাতার প্রধান ক্লাব ইস্টবেঙ্গল বেশ কড়া ভাবেই নিজেদের অনুশীলন সেরেছেন।

3
  • 3/10

প্রাক-মরশুমের প্রস্তুতির অংশ হিসেবে এসসি ইস্টবেঙ্গল যথাক্রমে শুক্রবার এবং শনিবার গোয়ার ডন বস্কো গ্রাউন্ডে যথাক্রমে ভাস্কো এসসি এবং প্রাক্তন আই-লিগ চ্যাম্পিয়ন সালগাওকার এফসির মুখোমুখি হয়েছিল। আর প্রথম ম্যাচেই ৩-১ ব্যবধানে জিতে নিল ইস্টবেঙ্গল দল। প্রস্তুতি প্রীতি ম্যাচ হলেও প্রথম ম্যাচ জিতে নিজেদের এগিয়ে রাখল ইস্টবেঙ্গল।

Advertisement
4
  • 4/10

লাল-হলুদ ব্রিগেড তাদের প্রি-সিজন শুরু করেছে প্রধান কোচ ম্যানুয়েল মানোলো দিয়াজের অধীনে। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে স্প্যানিয়ার্ড দিয়াজ বলেন, "অনেক অনুশীলন সেশনের পরে, দলটি খেলোয়াড়দের উন্নতি এবং কিছু সময় দেওয়ার লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ গেম খেলতে প্রস্তুত।" পুজোর মেজাজেই চলছে প্রস্তুতি।

5
  • 5/10

তিনি আরও বলেন, "আমি সব খেলোয়াড়কে দেখতে চাই এবং তাদের পারফরম্যান্স দেখতে চাই। একই সাথে, আমরা প্রত্যেক খেলোয়াড়কে দেখতে চাই এবং স্কোয়াড আমাদের ধারণাগুলি কৌশলগতভাবে কতটা প্রস্তুত। সেটা আমরা একবার প্রস্তুতি ম্যাচের মাধ্যেমে ক্ষতিয়ে দেখতে চাই।" 

6
  • 6/10

তিনি যোগ করেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ কাস্তিলা। কোচ ৫৩ বছর বয়সী দিয়াজ, ডেপুটি অ্যাঞ্জেল পুয়েবলা গার্সিয়ার সাথে প্রতিটি প্রশিক্ষণ সেশনে কড়া নজর রাখছেন, যেহেতু তার ছেলেরা ২১ নভেম্বর থেকে ইন্ডিয়ান সুপার লিগের জন্য প্রস্তুত হচ্ছে।

7
  • 7/10

তিনি বলেন, "আমরা চাই স্কোয়াড আত্মবিশ্বাস অর্জন করুক এবং তারা কীভাবে ফুটবল খেলুক তাও জানুক। এটা আমাদের খেলার নীতিগুলি বুঝতে সাহায্য করবে।" 

Advertisement
8
  • 8/10

এসসি ইস্টবেঙ্গল ২১ নভেম্বর ভাস্কোর তিলক ময়দানে ইন্ডিয়ান সুপার লিগ ২০২১-২২ মরশুমের প্রথম ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হবে। আর সেখান থেকেই তাঁদের আইএসএল অভিযান শুরু হবে।

9
  • 9/10

এসসি ইস্টবেঙ্গল দল বহুদিন ধরেই গোয়ায় নিজেদের প্রস্তুতি সারছেন, তবে প্রস্তুতি সারলেও, তাঁদের দলের মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছে। একই সঙ্গে বাঙালি ফুটবলারদের সঙ্গে অন্যান্যরা মেতেছেন দুর্গাপুজোর আমেজেও। তাঁদের দেখা গিয়েছে মা দুর্গার ছবির সামনে ছবি তুলতে।

10
  • 10/10

ফুটবলার সহ কোচ, সব সাপোর্ট স্টাফেরাই মা দুর্গার ছবির সামনে নিজেদের ছবি তুলেছেন। ফুটবলারদের একটু হাল্কা মেজাজে দেখা গিয়েছে। একই সঙ্গে সেই সব ছবি পোস্ট করে পুজো ও বিজয়ার শুভেচ্ছা জানানো হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও।

 

ALL Photo Credits- SC East Bengal Facebook

Advertisement