চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্টের দশম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ৩৮ রানে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। এই ম্যাচে আরসিবি দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল চলতি মরশুমের প্রথম উইকেটটা শিকার করেন।
চাহালের এই সাফল্য দেখার পর তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা আবেগপ্রবণ হয়ে পড়েন। চিপক স্টেডিয়ামে উপস্থিত ধনশ্রী নিজের চোখের জল আর ধরে রাখতে পারেননি। চাহালকে এই প্রথম উইকেটটা পাওয়ার জন্য তিনটে ম্যাচ অপেক্ষা করতে হয়েছে। গত দুটো ম্যাচে তিনি একটাও সাফল্য পাননি।
Dhanashree's reaction after chahal's first Wicket of #IPL2021 ❤️❣
— Ishan ¹⁸ (@INDIANCRIKET_18) April 18, 2021
Shows how much families are attached ❣❣❣❣ pic.twitter.com/CbvWbqNndX
Ohh....When Chahal took the wicket Dhanshree gets emotional 🥺
— Devesh Kumar (@devesh_here__) April 18, 2021
Cute moment ❤️#IPL2021 pic.twitter.com/CNffegtqps
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চাহাল শততম আইপিএল ম্যাচ খেলতে নেমেছিলেন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪ ওভারে ৩৪ রান দিয়ে দুটো উইকেট তিনি শিকার করেন। তিনি ওপেনার নীতিশ রানা এবং অভিজ্ঞ ব্যাটসম্যান দীনেশ কার্তিককে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন।
চাহাল এবং ধনশ্রীর কথা যদি বলতে হয়, তো এই দুজনে গতবছরই বিয়ে করেন। দুজনের মধ্যে সম্পর্কও যথেষ্ট ভালো। ধনশ্রী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন। চলতি আইপিএল টুর্নামেন্টে স্বামীকে সাপোর্ট করার জন্য তিনি স্টেডিয়ামে হাজির ছিলেন। আইপিএল টুর্নামেন্টে চাহাল ১০২টি ম্যাচ খেলেছেন। তিনি ১২৩টি উইকেট শিকার করেছেন। তিনি আরসিবি দলের একজন মুখ্য স্পিনার।
তবে তার আগে গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডিভিলিয়ার্সের বিধ্বংসী ইনিংসের দৌলতে আরসিবি ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে। জবাবে কেকেআর দল ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানই তুলতে পারে। চলতি মরশুমে টানা তিনটে ম্যাচ জিতল আরসিবি।
...যখন বন্ধ হয়ে গিয়ে ধনশ্রীর আওয়াজ
সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচেও আরসিবি'কে চিয়ার করার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ধনশ্রী বর্মা। এই ম্যাচটা আরসিবি ৬ রানে জিতেছিল। ম্যাচের পর ধনশ্রী নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটা ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, "এটা এমন একটা মুহূর্ত যখন দলকে চিয়ার করতে এসে আমার গলার স্বরই বন্ধ হয়ে গিয়েছিল। অসাধারণ একটা ম্যাচ।"