ম্য়াচটা ছিল প্রতিশোধের। কিন্তু, সেটা নিতে পারল না কলকাতা নাইট রাইডার্স। নিজেদের দোষে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচটাকেই খোয়াতে হল। আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০ উইকেটে জয়লাভ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে কলকাতার বিরুদ্ধে এই নিয়ে তারা ২২ নম্বর ম্যাচ জিতল।
আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইয়ন মরগ্যান। মিডল ওভারে মুম্বইয়ের ব্যাটসম্যানদের যথেষ্ট চাপে রেখেছিল কলকাতার বোলাররা। সূর্যকুমার যাদব ৩৬ বলে ৫৬ রান করেন এবং অধিনায়ক রোহিত শর্মা করেন ৩২ বলে ৪৩ রান। অন্যদিকে আন্দ্রে রাসেল পাঁচ উইকেট নিয়ে রীতিমতো শোরগোল ফেলে দেন। নির্ধারিত ২০ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় মুম্বই।
এই রানটা চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে করা খুব একটা অসাধ্য কোনও কাজ ছিল না। কিন্তু, কলকাতার মিডল অর্ডারের ব্যাটম্যানদের ব্যর্থতায় সব হিসেব পালটে যায়। কলকাতার পরাজয় বিচার করতে গেলে দুটো টার্নিং পয়েন্ট মাথায় আসে। প্রথমত, রাহুল চহ্বারের স্পেলের শেষ বলে এগিয়ে এসে নিজের উইকেটটা খুইয়ে বসলেন নীতিশ রানা (৪৭ বলে ৫৭ রান করেন)। আর আন্দ্রে রাসেল! বল হাতে পাঁচ উইকেট তিনি শিকার করলেও আজ যে অতি জঘন্য ব্যাটিং করলেন, তা আশা করি সকলেই শিকার করবেন। যে সময়ে কলকাতার বাউন্ডারির দরকার ছিল, ঠিক সেইসময় ১৫ বলে মাত্র ৯ রান করলেন তিনি। এছাড়া সাকিব এবং অধিনায়ক মরগ্যানও আজ ব্যাট হাতে ব্যর্থ।
নির্ধারিত ২০ ওভারে কলকাতা নাইট রাইডার্স সাত উইকেটে ১৪২ রান তোলে। ম্য়াচে হারার পর কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ইয়ন মরগ্যান বললেন, "এই ম্যাচে আমরা বেশ কয়েকটা ভুল করেছি। মুম্বই যথেষ্ট ভালো দল। আশা করছি, পরের ম্যাচে নিজেদের ভুল শুধরে নিতে পারব।" রাহুল চহ্বারকে ম্যাচের সেরা নির্বাচন করা হয়েছে।
এমন একটা ম্যাচে হারার পর খুব স্বাভাবিকভাবেই বিরক্ত কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খান। তিনি টুইট করে বলেছেন, "একটা হতাশাজনক পারফরম্যান্স। কলকাতা নাইট রাইডার্স দলের সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।"
Disappointing performance. to say the least @KKRiders apologies to all the fans!
— Shah Rukh Khan (@iamsrk) April 13, 2021