বিজয় হাজারে ট্রফিতে অসাধারণ পারফরম্যান্সের পর চলতি আইপিএলের প্রথম ম্যাচেও পৃথ্বী শ যথেষ্ট ভালো পারফরম্যান্স করলেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে ঝোড়ো ৫০ রান বেরিয়ে আসে।
অ্যাডিলেড টেস্টে খারাপ পারফরম্যান্সের পর আর ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাননি পৃথ্বী শ। ইংল্যান্ড সিরিজ়েও তাঁকে ভারতীয় ক্রিকেট দলে নেওয়া হয়নি।
তবে এই ব্যর্থতা ভুলে পৃথ্বী শ আবার নিজের অনুশীলনে মন দিয়েছিলেন। আর সাফল্যও এসেছে হাতেনাতে। এই সাফল্যই বিজয় হাজারে ট্রফিতে দেখতে পাওয়া গিয়েছিল। ওই টুর্নামেন্টে তিনি ৮২৭ রান করেছেন। আর গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পৃথ্বী ৭২ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন।
পৃথ্বী এমন ধামাকাদার ইনিংস দেখার পর তাঁর চর্চিত গার্লফ্রেন্ড প্রাচী সিং আনন্দে গদগদ হয়ে গেছেন। তিনি পৃথ্বীর এই ইনিংস নিয়ে কথাও বললেন।
প্রাচী নিজের ইনস্টাগ্রাম পোস্টে পৃথ্বীর ছবি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, "কী অসাধারণ শুরুটাই না করলেন শ!" সেইসঙ্গে তিনি 'হার্ট ইমোজি'ও লাগিয়েছেন। (Photo- Instagram)
ইতিপূর্বেও পৃথ্বীর পোস্টে কমেন্ট করেছেন প্রাচী। আইপিএল টুর্নামেন্টের প্রথম ট্রেনিং সেশনের ছবিও পৃথ্বী শেয়ার করেন।
তাঁর এই পোস্টে প্রাচী লিখেছিলেন, "হাহা, আমি আপনার হাসিটা খুব মিস করছি।" সেইসঙ্গে তিনি 'হার্ট ইমোজি'ও লাগিয়েছেন। (Photo- Instagram)
গতকাল ম্যাচের সারাংশ
১৮৮ রান নিয়েও ম্যাচ জিততে পারল না চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের হয়ে বিধ্বংসী ব্যাটিং করলেন শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ। আজ এই দুই ওপেনারই হাফসেঞ্চুরি করেছেন। ফলাফল যা হওয়ার তাই হল। আইপিএল ২০২১-র দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করল দিল্লি ক্যাপিটালস।