Advertisement
খেলা

IPL 2022: নো-বল বিতর্কে জরিমানা কাণ্ডে মুখ খুললেন পন্তের বান্ধবী, কী বললেন?

  • 1/10

নো-বল বিতর্ক নিয়ে সরগরম আইপিএল। শুক্রবার রাক্সথান রয়্যালসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচের শেষ ওভারে এই ঘটনা ঘটে। জোরাল প্রতিবাদ করেন পান্ত।

  • 2/10

তবে পন্তের প্রতিবাদের ধরন নিয়ে প্রশ্ন উঠেছে ক্রিকেটমহলে। কারণ একটা সময় তিনি তাঁর দুই ব্যাটারকে মাঠ ছেড়ে বেরিয়ে আসার নির্দেশ দেন। শাস্তিও পেয়েছেন দিল্লির অধিনায়ক। ম্যাচ ফি-র ১০০ শতাংশ কেটে নেওয়া হয়েছে তাঁর থেকে। 

  • 3/10

পন্তের শাস্তি ঘোষণা হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় দিল্লি অধিনায়কে পাশে দাঁড়িয়ে পোস্ট করেছেন তাঁর প্রেমিকা ইশা নেগী।

Advertisement
  • 4/10

ইশা লিখেছেন, 'ওরা কারচুপি করল, প্রতিবাদ করায়, নিজেদের ভুল ধরা পড়ার ভয়ে তোমাকেই দায়ি করল।  

  • 5/10

গোটা ঘটনায় শাস্তি পেয়েছেন দিল্লির সহকারী কোচ প্রবীণ আমরেও। মাঠের মধ্যে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্ক করায় এক ম্যাচ নির্বাসিত হয়েছেন আমরে।

  • 6/10

ঋষভ পান্ত এবং ইশা নেগি পাঁচ বছরেরও বেশি সময় ধরে ডেট করছেন বলে জানা গেছে। ২০২০ সালের গোড়ার দিকে, ঋষভ পন্ত, ইশা নেগির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন পন্ত।  সেই সময় দুজনেই ছুটিতে গিয়েছিলেন। এরপরই গোটা বিশ্বের সামনে খোলাখুলি নিজের ভালোবাসার কথা জানান পন্ত। 

  • 7/10

ঋষভ পন্ত গত অস্ট্রেলিয়া সফরে একটি আশ্চর্যজনক কাজ করেছিলেন এবং টিম ইন্ডিয়ার ঐতিহাসিক সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Advertisement
  • 8/10

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজের ফর্ম অব্যাহত রাখেন পান্ত। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের কারণে, পন্ত ভারতীয় দলের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন।

  

  • 9/10

২০ ফেব্রুয়ারী ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন, ইশা নেগি উত্তরাখণ্ডের বাসিন্দা এবং পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। ইশা দেরাদুনের কনভেন্ট স্কুলে পড়াশুনা করেছেন। 

  • 10/10

পন্তের প্রেমিকা ইশা একজন ইন্টিরিয়ার ডিজাইনার। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় পন্তের গার্লফ্রেন্ড। 

Advertisement