scorecardresearch
 
Advertisement
খেলা

IPL Mini Auction: IPL 2023 নিলামে বাংলার ক্রিকেটারদের ভাগ্যে শিকে ছিঁড়বে? তালিকায় ১১ জন

বাংলার ক্রিকেটারদের (Bengal Cricketers) সকলের বেস প্রাইস ২০ লক্ষ টাকা। এই ক্রিকেটারদের মধ্যে কয়েকজন আগে পঞ্জাব কিংস (Punjab Kings) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore) ছিলেন। তবে বেশিরভাগই নতুন দল পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। বা
  • 1/11

বাংলার ক্রিকেটারদের (Bengal Cricketers) সকলের বেস প্রাইস ২০ লক্ষ টাকা। এই ক্রিকেটারদের মধ্যে কয়েকজন আগে পঞ্জাব কিংস (Punjab Kings) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore) ছিলেন। তবে বেশিরভাগই নতুন দল পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। বাংলা দলের ১১ ক্রিকেটার রয়েছেন এবারের নিলামে। বাংলার হয়ে রঞ্জি ট্রফি ও বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে নজর কেড়েছেন অনেকেই। 
 

ইশান পোড়েল (Ishan Porel) অনেক দিন ধরেই ধারাবাহিকভাবে ভাল বল করে চলেছেন। রঞ্জি ট্রফিতেও বেশ সুনামের সঙ্গে বল করে চলেছেন এই পেস বোলার। পঞ্জাব কিংস (Punjab Kings) দলে সুযোগ পেলেও খেলার সুযোগ হয়নি। তবে এবার কি ফের সুযোগ পাবেন তিনি?
  • 2/11

ইশান পোড়েল (Ishan Porel) অনেক দিন ধরেই ধারাবাহিকভাবে ভাল বল করে চলেছেন। রঞ্জি ট্রফিতেও বেশ সুনামের সঙ্গে বল করে চলেছেন এই পেস বোলার। পঞ্জাব কিংস (Punjab Kings) দলে সুযোগ পেলেও খেলার সুযোগ হয়নি। তবে এবার কি ফের সুযোগ পাবেন তিনি?
 

রবি কুমার (Ravi Kumar) বাংলার আরও একজন মিডিয়াম পেস বোলার। অনূর্ধ্ব-১৯  ভারতীয় দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন তিনি। ১৯ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
  • 3/11

রবি কুমার (Ravi Kumar) বাংলার আরও একজন মিডিয়াম পেস বোলার। অনূর্ধ্ব-১৯  ভারতীয় দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন তিনি। ১৯ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। 
 

Advertisement
মুকেশ কুমারও (Mukesh Kumar) বাংলার আরও একজন মিডিয়াম ফাস্ট বোলার। ভারতীয় দলে সুযোগ পেলেও এখনও অভিষেক হয়নি তাঁর। ২৯ বছর বয়সী ডান হাতি পেস বোলার ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেছেন।
  • 4/11

মুকেশ কুমারও (Mukesh Kumar) বাংলার আরও একজন মিডিয়াম ফাস্ট বোলার। ভারতীয় দলে সুযোগ পেলেও এখনও অভিষেক হয়নি তাঁর। ২৯ বছর বয়সী ডান হাতি পেস বোলার ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করেছেন।
 

অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) বাংলা দলের সিনিয়র একজন ব্যাটার। রঞ্জি ট্রফিতে দারুণ ছন্দে রয়েছেন তিনি। ৭৮টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলে ফেলেছেন বাংলার ব্যাটার। ভারতীয় দলে ডাক পেলেও অভিষেক হয়নি তাঁর।
  • 5/11

অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) বাংলা দলের সিনিয়র একজন ব্যাটার। রঞ্জি ট্রফিতে দারুণ ছন্দে রয়েছেন তিনি। ৭৮টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলে ফেলেছেন বাংলার ব্যাটার। ভারতীয় দলে ডাক পেলেও অভিষেক হয়নি তাঁর।
 

সুদীপ ঘরামীও (Sudip Gharami) থাকছেন এবারের নিলামে। বাংলা দলের ডান হাতি ব্যাটসম্যান, অফ ব্রেক বলও করতে পারেন। ২০১৯-২০ মরশুমে রঞ্জি ট্রফির ফাইনালে অভিষেক হয় তাঁর।
  • 6/11

সুদীপ ঘরামীও (Sudip Gharami) থাকছেন এবারের নিলামে। বাংলা দলের ডান হাতি ব্যাটসম্যান, অফ ব্রেক বলও করতে পারেন। ২০১৯-২০ মরশুমে রঞ্জি ট্রফির ফাইনালে অভিষেক হয় তাঁর। 
 

অগ্নিভ পান (Agniv Pan) বাংলার উইকেটকিপার ব্যাটার। ক্লাব ক্রিকেটে তো বটেই, বাংলার হয়েও পারফর্ম করেছেন আক্রমণাত্মক এই ক্রিকেটার। ভয়ডরহীন ক্রিকেট তাঁর ট্রেডমার্ক। এখন দেখার আইপিএল-এ তিনি কোনও দল পান কি না।
  • 7/11

অগ্নিভ পান (Agniv Pan) বাংলার উইকেটকিপার ব্যাটার। ক্লাব ক্রিকেটে তো বটেই, বাংলার হয়েও পারফর্ম করেছেন আক্রমণাত্মক এই ক্রিকেটার। ভয়ডরহীন ক্রিকেট তাঁর ট্রেডমার্ক। এখন দেখার আইপিএল-এ তিনি কোনও দল পান কি না। 
 

Advertisement
প্রয়াস রায় বর্মণ (Prayas Ray Barman) র্‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ছিলেন। তবে এখনও সুযোগ পাননি। এবারের আইপিএল-এ কোন দল তাঁকে নেবে? প্রয়াসও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন।
  • 8/11

প্রয়াস রায় বর্মণ (Prayas Ray Barman) র্‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে ছিলেন। তবে এখনও সুযোগ পাননি। এবারের আইপিএল-এ কোন দল তাঁকে নেবে? প্রয়াসও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছেন। 
 

অভিষেক পোড়েল (Abhishekh Porel) বাংলার আরও একজন উইকেট কিপার ব্যাটার। বাংলা দলের হয়ে খেলেছেন। তরুণ এই ক্রিকেটার ভারতের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে ছিলেন। সম্প্রতি রেলওয়েজের বিরুদ্ধে ৫৪ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি।
  • 9/11

অভিষেক পোড়েল (Abhishekh Porel) বাংলার আরও একজন উইকেট কিপার ব্যাটার। বাংলা দলের হয়ে খেলেছেন। তরুণ এই ক্রিকেটার ভারতের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে ছিলেন। সম্প্রতি রেলওয়েজের বিরুদ্ধে ৫৪ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি। 
 

ঋত্বিক চট্টোপাধ্যায় (Writtick Chatterjee) পঞ্জাব কিংস দলে খেলেছেন। বেশ অভিজ্ঞ এই ক্রিকেটার ৩৩টি টি২০ ম্যাচ খেলেছেন বাংলার হয়ে। করেছেন ৫২২ রান। বল হাতেও বেশ সফল তিনি। ২৮টি উইকেট নিয়েছেন বাংলার এই অলরাউন্ডার।
  • 10/11

ঋত্বিক চট্টোপাধ্যায় (Writtick Chatterjee) পঞ্জাব কিংস দলে খেলেছেন। বেশ অভিজ্ঞ এই ক্রিকেটার ৩৩টি টি২০ ম্যাচ খেলেছেন বাংলার হয়ে। করেছেন ৫২২ রান। বল হাতেও বেশ সফল তিনি। ২৮টি উইকেট নিয়েছেন বাংলার এই অলরাউন্ডার। 
 

গীত পুরী (Geet Puri) বাংলার আরও এক ক্রিকেটার, যিনি আইপিএল-এর নিলামে অংশ নিচ্ছেন। ব্যাট হাতে আহামরি কিছু করতে না পারলেও তাঁর বাঁ হাতি মিডিয়াম পেস বোলিং বেশ কার্যকর হতে পারে।লিস্ট-এ ক্রিকেটে ৭ ম্যাচে ৯টি উইকেট রয়েছে তাঁর।
  • 11/11

গীত পুরী (Geet Puri) বাংলার আরও এক ক্রিকেটার, যিনি আইপিএল-এর নিলামে অংশ নিচ্ছেন। ব্যাট হাতে আহামরি কিছু করতে না পারলেও তাঁর বাঁ হাতি মিডিয়াম পেস বোলিং বেশ কার্যকর হতে পারে।লিস্ট-এ ক্রিকেটে ৭ ম্যাচে ৯টি উইকেট রয়েছে তাঁর।   
 

Advertisement