scorecardresearch
 
Advertisement
খেলা

গোল করাটাই আপাতত প্রথম লক্ষ্য, সাফ জানালেন হাবাস

এটিকে মোহনবাগান
  • 1/10

এটিকে মোহনবাগান দলের কোচ আন্তোনিও হাবাস স্পষ্ট গলায় জানিয়ে দিলেন যে কোনও ম্যাচে প্রথম গোলটা করা খুব দরকার। এটা পরবর্তী সময়ে দলকে অনেকটা সংঘবদ্ধ রাখতে সাহায্য করে।

এটিকে মোহনবাগান
  • 2/10

সপ্তম ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে সাতটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচে ১-০ ব্যবধানে জয়লাভ করেছে। অন্যদিকে চলতি টুর্নামেন্টে অন্যতম সেরা ডিফেন্সের নজির রেখেছে এই দলটাই। ১২ ম্যাচে মাত্র পাঁচটা গোল তাদের হজম করতে হয়েছে।

এটিকে মোহনবাগান
  • 3/10

হাবাস বললেন, "কোনও ম্যাচে গোল করাটা সবথেকে বেশি দরকার। সেটা প্রথম মিনিটে হোক কিংবা শেষ মিনিটে। তবে বিপক্ষের আগে গোল করাটা সবথেকে বেশি দরকার। কারণ, সেক্ষেত্রে আরও ঠাণ্ডা মাথায় বাকি ম্যাচটা খেলা যেতে পারে। আমি এই স্কোর লাইন (১-০) নিয়েই যথেষ্ট খুশি।"

Advertisement
এটিকে মোহনবাগান
  • 4/10

গত ম্যাচে চেন্নাইন এফসি'র বিরুদ্ধে ইনজুরি টাইমে এসে গোল পেয়েছিলেন এটিকে মোহনবাগানের অজ়ি স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস। সেইসঙ্গে দল তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্টও সংগ্রহ করে নিয়েছে। তবে চোটের কারণে হারাতে হয়েছে শুভাশিষ বসু এবং এডু গার্সিয়াকে।

এটিকে মোহনবাগান
  • 5/10

বাগানের হেডস্যার বললেন, "আমার মতে চেন্নাইন এফসি'র বিরুদ্ধে ৯০ মিনিটই আমার দলের ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে। দলের প্রত্যেকেই বোঝে যে জয়টা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের খেলার ধরন বদলেছি। সেটা স্কোরলাইনকে প্রভাবিত করতে পারে।"

এটিকে মোহনবাগান
  • 6/10

পরের ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে হবে এটিকে মোহনবাগানকে। শেষবার এই দলটাকে তারা ২-০ গোলে হারিয়েছিল। তবে খালিদ জামিলের এই দলকে একেবারে হালকাভাবে নিতে চান না হাবাস। তাঁর বিশ্বাস, এই দলেও যথেষ্ট ভালো ফুটবলার রয়েছে।

এটিকে মোহনবাগান
  • 7/10

তিনি বললেন, "ফুটবল খেলায় দুটো ম্যাচ কখনই এক হতে পারে না। গত ম্যাচটাতেও দুই দলকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। আগার ম্যাচটা জিতেছি বলে আমরা কেউই জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। নর্থ-ইস্ট দলটার প্রতি আমাদের যথেষ্ট সম্মান রয়েছে। এই ম্যাচটা জিততে আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব।"

Advertisement
এটিকে মোহনবাগান
  • 8/10

তিনি আরও যোগ করেন, "ওরা যথেষ্ট কঠিন প্রতিদ্বন্দ্বী। ওদের দলেও যথেষ্ট ভালো খেলোয়াড় রয়েছে। আমাদের কাছে লড়াইটা যথেষ্ট কঠিন হতে চলেছে।"

এটিকে মোহনবাগান
  • 9/10

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি'র থেকে এটিকে মোহনবাগান আপাতত ৫ পয়েন্টে পিছিয়ে রয়েছে। হাবাস খানিকটা কুটনৈতিকভাবে বললেন যে প্লে-অফে কোন চারটে দল যেতে পারে, তা নিয়ে তিনি এখনই কোনও মন্তব্য করতে চান না। এই টুর্নামেন্টে এখনও অনেক ম্যাচ খেলা বাকি রয়েছে। 

এটিকে মোহনবাগান
  • 10/10

তিনি বললেন, "লিগপর্যায়ের একেবারে শেষ ম্যাচ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ফুটবলে কোনও একটা নির্দিষ্ট মুহূর্ত হয় না। আমরা নিজেদের পরিকল্পনা অনুসারেই চলতে চাই। আমরা একের পর এক ম্যাচ জিততে চাই। এটাই আমাদের ফুটবল দর্শন।"

Advertisement