scorecardresearch
 
Advertisement
খেলা

ATK Mohun Bagan vs Bengaluru FC Predicted XI: সুনীলদের হারিয়ে ট্রফি নিতে প্রস্তুত মোহনবাগান, কারা থাকতে পারেন দলে?

 আইএসএল ফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি। এই মরশুমে আইএসএল-এ দুইবার মুখোমুখি সাক্ষাতে একটি করে ম্যাচ জিতেছে দুই দলই। এখন যদিও লড়াইটা একেবারে ভিন্ন। লিগ নয়, ফাইনাল। শনিবার গোয়ার ফতোদরার নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দলে খুব একটা
  • 1/11

আইএসএল ফাইনালে (ISL Final) মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও বেঙ্গালুরু এফসি (Mohun Bagan vs Bengaluru FC)। এই মরশুমে আইএসএল-এ দুইবার মুখোমুখি সাক্ষাতে একটি করে ম্যাচ জিতেছে দুই দলই। এখন যদিও লড়াইটা একেবারে ভিন্ন। লিগ নয়, ফাইনাল। শনিবার গোয়ার ফতোদরার নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। দলে খুব একটা পরিবর্তন করার সম্ভাবনা নেই মোহনবাগানের। তবে আশিক ক্রুনিয়ানকে দলে রাখা হতে পারে। দলে পরিবর্তন নাও করতে পারে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। তাঁরাও উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না। কেমন হতে পারে মোহনবাগানের (Mohun Bagan) প্রথম একাদশ?
 

গোলে থাকবেন বিশাল কাইত। এই মরশুমে ইতিমধ্যেই গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন মোহনবাগান গোলকিপার। এখনও পর্যন্ত ৬৫টি সেভ করেছেন তিনি। ১২টা ক্লিনশিট রেখেছেন তিনি। 
  • 2/11

বিশাল কাইত
গোলে থাকবেন বিশাল কাইত। এই মরশুমে ইতিমধ্যেই গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন মোহনবাগান গোলকিপার। এখনও পর্যন্ত ৬৫টি সেভ করেছেন তিনি। ১২টা ক্লিনশিট রেখেছেন তিনি। 
 

স্লাভকো আসার পর সবুজ-মেরুনের ডিফেন্স বেশ শক্তিশালী হয়েছে। প্রীতম কোটালের সঙ্গে জুটি বেঁধে দারুণ পারফর্ম করছেন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানে সই করা তারকা ফুটবলার। তাঁকে রেখেই দল গড়বেন জুয়ান।
  • 3/11

স্লাভকো দামজানোভিচ
স্লাভকো আসার পর সবুজ-মেরুনের ডিফেন্স বেশ শক্তিশালী হয়েছে। প্রীতম কোটালের সঙ্গে জুটি বেঁধে দারুণ পারফর্ম করছেন জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগানে সই করা তারকা ফুটবলার। তাঁকে রেখেই দল গড়বেন জুয়ান।

Advertisement
আয়ারল্যান্ডের এই ফুটবলার ২০ ম্যাচে ৩টি গোল করেছেন। একটি অ্যাসিস্টও রয়েছে তাঁর। ১৭ বার গোলে শট করেছেন তিনি। তৈরি করেছেন অনেক সুযোগ। ফলে এই তারকা ফুটবলারকে বাদ দিয়ে দল গড়ার কথা ভাবছেন না জুয়ান ফেরান্দো।
  • 4/11

কার্ল ম্যাকহিউ
আয়ারল্যান্ডের এই ফুটবলার ২০ ম্যাচে ৩টি গোল করেছেন। একটি অ্যাসিস্টও রয়েছে তাঁর। ১৭ বার গোলে শট করেছেন তিনি। তৈরি করেছেন অনেক সুযোগ। ফলে এই তারকা ফুটবলারকে বাদ দিয়ে দল গড়ার কথা ভাবছেন না জুয়ান ফেরান্দো।

মোহনবাগানের স্ট্রাইকারের ভূমিকা পালন করছেন দিমিত্রি। গোল করার ক্ষেত্রে তাঁর দিকেই তাকিয়ে থাকতে হবে জুয়ানকে। ২২ ম্যাচে ১০টা গোল আর তার সঙ্গে ৭টা অ্যাসিস্ট। ফলে সবুজ-মেরুনের জন্য তিনি যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে তাঁর রেকর্ড দেখেই। 
  • 5/11

দিমিত্রি পেত্রাতোস

মোহনবাগানের স্ট্রাইকারের ভূমিকা পালন করছেন দিমিত্রি। গোল করার ক্ষেত্রে তাঁর দিকেই তাকিয়ে থাকতে হবে জুয়ানকে। ২২ ম্যাচে ১০টা গোল আর তার সঙ্গে ৭টা অ্যাসিস্ট। ফলে সবুজ-মেরুনের জন্য তিনি যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যাচ্ছে তাঁর রেকর্ড দেখেই। 

মোহনবাগানের মিডফিল্ডের অন্যতম চালিকাশক্তি হুগো। মাঝখান থেকে বল হোল্ড করে খেলা, দুই উইং-এ বল পাঠানো আবার বিপক্ষের সুনীল-প্রবীরদের আটকানোর দায়িত্বও থাকবে তাঁর ওপরেই। অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে তাঁকে।
  • 6/11

হুগো বুমোস

মোহনবাগানের মিডফিল্ডের অন্যতম চালিকাশক্তি হুগো। মাঝখান থেকে বল হোল্ড করে খেলা, দুই উইং-এ বল পাঠানো আবার বিপক্ষের সুনীল-প্রবীরদের আটকানোর দায়িত্বও থাকবে তাঁর ওপরেই। অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে তাঁকে।

এই মরশুমে দারুণ ছন্দে না থাকলেও গোল করে নায়ক হয়ে উঠতে পারেন মনবীর সিং। হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় লেগে বেশ কয়েকবার গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। ম্যাচের রং একাই বদলে দিতে পারেন এই ফুটবলার। তাই তাঁকে বাইরে রাখার ঝুঁকি হয়ত নেবেন না মোহনবাগান
  • 7/11

মনবীর সিং
এই মরশুমে দারুণ ছন্দে না থাকলেও গোল করে নায়ক হয়ে উঠতে পারেন মনবীর সিং। হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় লেগে বেশ কয়েকবার গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। ম্যাচের রং একাই বদলে দিতে পারেন এই ফুটবলার। তাই তাঁকে বাইরে রাখার ঝুঁকি হয়ত নেবেন না মোহনবাগান কোচ।

Advertisement
মোহনবাগান ডিফেন্সে শুভাশিস দারুণ ভূমিকা নিয়েছেন। সবচেয়ে বেশি ট্যাকেল করেছেন তিনি। যদিও পেনাল্টি বক্সের আশেপাশে সতর্ক থাকতে হবে তাঁকে। সেখানে ভুল ট্যাকেল করলে বিপদে পড়তে হতে পারে মোহনবাগানকে।
  • 8/11

শুভাশিস বসু
মোহনবাগান ডিফেন্সে শুভাশিস দারুণ ভূমিকা নিয়েছেন। সবচেয়ে বেশি ট্যাকেল করেছেন তিনি। যদিও পেনাল্টি বক্সের আশেপাশে সতর্ক থাকতে হবে তাঁকে। সেখানে ভুল ট্যাকেল করলে বিপদে পড়তে হতে পারে মোহনবাগানকে।

প্রীতম কোটাল মোহনবাগানের অধিনায়ক তিনি। তাঁর ওপরেই রক্ষণের যাবতীয় দায়িত্ব থাকবে। অনভ্যস্ত জায়গায় খেললেও নিজেকে দারুণ মানিয়ে নিয়েছেন এটিকে মোহনবাগান অধিনায়ক। ফলে তাঁকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই উঠতে পারে না।
  • 9/11

প্রীতম কোটাল
মোহনবাগানের অধিনায়ক তিনি। তাঁর ওপরেই রক্ষণের যাবতীয় দায়িত্ব থাকবে। অনভ্যস্ত জায়গায় খেললেও নিজেকে দারুণ মানিয়ে নিয়েছেন এটিকে মোহনবাগান অধিনায়ক। ফলে তাঁকে বাদ দেওয়ার কোনও প্রশ্নই উঠতে পারে না।

গোয়া তাঁর চেনা মাঠ। সেখানে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ। ফলে একটা বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামবেন গ্লেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অনেক দায়িত্ব থাকবে তাঁর ওপর। 
  • 10/11

গ্লেন মার্টিন্স
গোয়া তাঁর চেনা মাঠ। সেখানে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ। ফলে একটা বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামবেন গ্লেন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অনেক দায়িত্ব থাকবে তাঁর ওপর। 
 

মোহনবাগান ডিফেন্সে দেওয়ালের মতো ভূমিকা পালন করছেন আশিস রাই। তাই তাঁকেও বাদ দেওয়ার কথা ভাবছেন না জুয়ান।      
  • 11/11

আশিস রাই
মোহনবাগান ডিফেন্সে দেওয়ালের মতো ভূমিকা পালন করছেন আশিস রাই। তাই তাঁকেও বাদ দেওয়ার কথা ভাবছেন না জুয়ান।      

Advertisement