বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন বাংলার ঝুলন গোস্বামী। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক উইকেট পাওয়ার পর বিশ্বকাপের তৃতীয় ম্যাচে রেকর্ড গড়লেন ঝুলন।
বিশ্বকাপের আসরে ৪০টি উইকেট নিয়েছেন ঝুলন। পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে। ৩৯ টি উইকেট পেয়েছেন ফুলস্টন। তাঁকে টপকে গেলেন ভারতের এই বোলার।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৫ রানে জিতল ভারতের মেয়েরা। দারুণ সেঞ্চুরি করেছেন ভারতের দুই ব্যাটার স্মৃতি মান্ধানা ও হমনপ্রীত কৌর।
১১৯ বলে ১২৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার স্মৃতি মান্ধানা। শামিলার বলে ক্যাচ আউট হন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মান্ধনার পর সেঞ্চুরি করেছেন হরমনপ্রীত কৌরও। মাত্র ১০০ বলে সেঞ্চুরি করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে এটি হরমনের তৃতীয় সেঞ্চুরি। ১০৭ বলে ১০৯ রান করে ফেরেন তিনি।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান করে। ওপেনার স্মৃতি মান্ধানা ১১৯ বলে ১২৩ রান করেন, আর হরমনপ্রীত ১০৭ বলে ১০৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আনিসা মোহাম্মদ ২ উইকেট নেন।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল ৪০.৩ ওভারে মাত্র ১৬২ রান তুলতে পারে। ফলে ১৫৫ রানে জিতে যায় ভারতের মেয়েরা।
বোলিংয়ে স্নেহ রানা ৩টি ও মেঘনা সিং ২টি উইকেট নেন। তিন ম্যাচে ভারতীয় দলের এটি দ্বিতীয় জয়। এর আগে দুটি ম্যাচে একটিতে জয় ও একটিতে পরাজয় হয়েছে ভারতের।