scorecardresearch
 
Advertisement
খেলা

IPL 2022: অনুশীলন শুরু করে দিয়েছে CSK , দেখুন ধোনিদের প্রস্তুতির ছবি

ফের একবার আইপিএল ট্রফি জেতার জন্য ঝাঁপাবে চেন্নাই সুপার কিংস। তাই অনুশীলন শুরু করে দিয়েছে ইয়েলো আর্মি।  
  • 1/10

ফের একবার আইপিএল ট্রফি জেতার জন্য ঝাঁপাবে চেন্নাই সুপার কিংস। তাই অনুশীলন শুরু করে দিয়েছে ইয়েলো আর্মি। চেন্নাই সুপার কিংস তাদের টুইটারে অনুশীলনের ছবি ও ভিডিও শেয়ার করেছে।  

 

CSK দলে রয়েছেন রবিন উথাপ্পা। অভিজ্ঞতার দিক থেকে তিনি বেশ সমৃদ্ধ। ১৯৩ টি ম্যাচে ৪২৭৭ রান করেছেন তিনি। 
  • 2/10

CSK দলে রয়েছেন রবিন উথাপ্পা। অভিজ্ঞতার দিক থেকে তিনি বেশ সমৃদ্ধ। ১৯৩ টি ম্যাচে ৪২৭৭ রান করেছেন তিনি। 

ব্যাট করতে দেখা গিয়েছিল ধোনিকেও। অনুশীলনে পরিচিত ছন্দে দেখা দেখা যাচ্ছে মাহিকে। 
  • 3/10

ব্যাট করতে দেখা গিয়েছিল ধোনিকেও। অনুশীলনে পরিচিত ছন্দে দেখা দেখা যাচ্ছে মাহিকে। 

Advertisement
সুরাটে অনুশীলন শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। পঞ্চম বারের জন্য আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে নামছে তারা।
  • 4/10

সুরাটে অনুশীলন শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। পঞ্চম বারের জন্য আইপিএল খেতাব জয়ের লক্ষ্যে নামছে তারা।

ধোনির পাশাপাশি অনুশীলনে ছয় মারতে দেখা গিয়েছে রবিন উথাপ্পাকে। 
  • 5/10

ধোনির পাশাপাশি অনুশীলনে ছয় মারতে দেখা গিয়েছে রবিন উথাপ্পাকে। 

অনুরদ্ধ-১৯ বিশ্বকাপ তারকা হাঙ্গারকারকেও বুলিং করতে দেখা গিয়েছে অনুশীলনে। CSK-এর দেওয়া ভিডিওতে তাঁকে ব্যাট ক্রতেও দেখা গিয়েছে, 
  • 6/10

অনুরদ্ধ-১৯ বিশ্বকাপ তারকা হাঙ্গারকারকেও বুলিং করতে দেখা গিয়েছে অনুশীলনে। CSK-এর দেওয়া ভিডিওতে তাঁকে ব্যাট ক্রতেও দেখা গিয়েছে, 

নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলছেন চেন্নাই ক্রিকেটাররা। তার ফাঁকেই একান্ত আলোচনায় ধোনি ও উথাপ্পা।  
  • 7/10

নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচও খেলছেন চেন্নাই ক্রিকেটাররা। তার ফাঁকেই একান্ত আলোচনায় ধোনি ও উথাপ্পা।  

Advertisement
এরপর এই দলে যোগ দেবেন রবীন্দ্র জাডেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছেন তিনি। ব্যাটের পাশাপাশি বল হাতেও নিজের দক্ষতা প্রমাণ করছেন জাড্ডু।
  • 8/10

এরপর এই দলে যোগ দেবেন রবীন্দ্র জাডেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছেন তিনি। ব্যাটের পাশাপাশি বল হাতেও নিজের দক্ষতা প্রমাণ করছেন জাড্ডু।

এবারের আইপিএল-এ বড় ফ্যাক্টর হতে পারেন জাডেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে ১৭৫ রানে অপরাজিত থাকার পর দুই ইনিংসে একাই নয় উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে শেষ করে দেন তিনি।
  • 9/10

এবারের আইপিএল-এ বড় ফ্যাক্টর হতে পারেন জাডেজা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট হাতে ১৭৫ রানে অপরাজিত থাকার পর দুই ইনিংসে একাই নয় উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে শেষ করে দেন তিনি।

আইপিএল-এ সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। চারবার আইপিএল সেরা হয়েছে তারা। আর সবকটাই ধোনির নেতৃত্বে। ২০২২ মরশুমে ফের একবার ট্রফি উঠতে পারে তাঁর হাতেই। 
  • 10/10

আইপিএল-এ সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংস। চারবার আইপিএল সেরা হয়েছে তারা। আর সবকটাই ধোনির নেতৃত্বে। ২০২২ মরশুমে ফের একবার ট্রফি উঠতে পারে তাঁর হাতেই। 

Advertisement