scorecardresearch
 
Advertisement
খেলা

ফের 'মানবিক' রোনাল্ডো, ক্যানসার আক্রান্ত শিশুর পাশে দাঁড়িয়ে করলেন এই বিশেষ কাজটি!

রোনাল্ডো
  • 1/10

বয়স মাত্র সাত বছর। জীবনের এই ক্ষুদ্র পরিসরেই ছোট্ট থমাসের শরীরে বাসা বেঁধেছে এক জটিল রোগ। নাম নিউরোব্লাস্টোমা। সহজ বাংলা ভাষায় যাকে বলা হয়, স্নায়ুর ক্যানসার। শরীরের বিভিন্ন স্নায়ুকোষেই তা তৈরি হতে পারে।

রোনাল্ডো
  • 2/10

কিন্তু, এই রোগের চিকিৎসার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন ছিল, সেটা থমাসের বাবা-মা জোগাড় করতে পারেননি। আর সেকারণেই তাঁরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য়ের আবেদন করেন।

রোনাল্ডো
  • 3/10

এমনই একটি পোস্ট চোখে পড়ে যায় পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনি তাঁর বান্ধবী জর্জিনার সঙ্গে থমাসের বাবা-মা'কে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

Advertisement
রোনাল্ডো
  • 4/10

২০১৯ সালে থমাসের শরীরে প্রথমবার ককর্ট রোগের সন্ধান পাওয়া যায়। গত অক্টোবর মাস থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এই পরিস্থিতিতে প্রয়োজন হয় অপারেশনেরও। কিন্তু, অপারেশনের জন্য প্রয়োজন এক বিশাল অঙ্কের অর্থ! সেটা থমাসের বাবা-মা কখনও কল্পনাও করতে পারেননি। আর সেইসময়েই তাঁরা সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আর্জি চেয়ে পোস্ট করেন।

রোনাল্ডো
  • 5/10

পোস্টটা দেখামাত্রই সাহায্যের হাত বাড়িয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজ়। তবে এই সাহায্যের কথা তাঁরা নিজেদের মুখে একবারও জানাননি। বরং গোটা বিষয়টা প্রকাশ্যে এনেছেন জর্জিনার বোন ইভানা রডরিগেজ়। এমনকী এই সাহায্যে পরিপ্রেক্ষিতে থমাসের পরিবারের পক্ষ থেকে রোনালদো ও জর্জিনাকে ধন্যবাদ জানানো হয়।

রোনাল্ডো
  • 6/10

তবে এটাই প্রথমবার নয়। এর আগেও রোনাল্ডোর বড় মনের পরিচয় পাওয়া গেছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রোনাল্ডোর বার্ষিক আয় প্রায় ২৮ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি। এর আগেও তাঁকে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে দেখা গেছে।

রোনাল্ডো
  • 7/10

অন্যদিকে ফের বিপাকে পড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। করোনার মধ্যে বান্ধবীর জন্মদিন পালন করতে ইতালি গিয়েছিলেন পর্তুগালের এই ফুটবল তারকা। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে পুলিশ। রোনাল্ডো তাঁর বান্ধবীকে ইতালির একটা রিসর্টে নিয়ে গিয়েছিলেন। এই রিসর্টটি তুরিন থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এই ২ দিনের সফরে রোনাল্ডো ফ্রান্সের সীমা অতিক্রম করে ইতালিতে পা রেখেছিলেন। তবে ইতালির করোনা বিধি এতটাই কড়া যে রোনাল্ডোর নাম সংবাদপত্রের শিরোনামে উঠে আসে।

Advertisement
রোনাল্ডো
  • 8/10

করোনা বিধি অনুসারে, ইতালিতে আগেই ঘোষণা করা হয়েছিল যে ফ্রান্স থেকে কেউ যেন ওই দেশে পা না রাখে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্দেশিকা জারি রয়েছে। যদিও পেশাদার কোনও কাজ, স্বাস্থ্য এবং আপতকালীন কাজের জন্য এই দুই দেশের মধ্যে যাত্রা করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম যখন করোনা ভাইরাসের প্রাদূর্ভাব হয়েছিল, তখন ইতালিতে প্রচুর মানুষ মারা গিয়েছিলেন। সেকারণে ওই দেশের প্রশাসনের পক্ষ থেকে এমন নির্দেশিকা জারি করা হয়েছে।

রোনাল্ডো
  • 9/10

রিপোর্ট অনুসারে, রোনাল্ডো এবং রড্রিগেজ় দুজনেই ২ দিন ধরে বেল বেনি এলাকায় সময় কাটিয়েছেন। মঙ্গলবার রাতে রড্রিগেজ়ের ২৭তম জন্মদিন পালন করতে ইতালির পাঁচতারা লে মেসিফ হোটেলে উঠেছিলেন। এই একই জায়গায় গতবছরও রড্রিগেজ় নিজের জন্মদিন পালন করেছিলেন। তবে সেইবার তাঁর সঙ্গে রোনাল্ডো ছিলেন না। এবার এই দুজনে বরফাবৃত পাহাড়ে স্নোমোবাইলের আনন্দও উপভোগ করেন। এখানে সময় কাটানোর পর রোনাল্ডো এবং রড্রিগেজ় দুজনে তুরিন ফিরে এসেছিলেন।

রোনাল্ডো
  • 10/10

 রিপোর্ট অনুসারে, রোনাল্ডো এবং রড্রিগেজ় দুজনেই ২ দিন ধরে বেল বেনি এলাকায় সময় কাটিয়েছেন। মঙ্গলবার রাতে রড্রিগেজ়ের ২৭তম জন্মদিন পালন করতে ইতালির পাঁচতারা লে মেসিফ হোটেলে উঠেছিলেন। এই একই জায়গায় গতবছরও রড্রিগেজ় নিজের জন্মদিন পালন করেছিলেন। তবে সেইবার তাঁর সঙ্গে রোনাল্ডো ছিলেন না। এবার এই দুজনে বরফাবৃত পাহাড়ে স্নোমোবাইলের আনন্দও উপভোগ করেন। এখানে সময় কাটানোর পর রোনাল্ডো এবং রড্রিগেজ় দুজনে তুরিন ফিরে এসেছিলেন।

Advertisement