scorecardresearch
 
Advertisement
খেলা

যা পারেননি কোহলি, সেটাই এবার করে দেখালেন রাহুল!

কেএল রাহুল
  • 1/6

পঞ্জাব কিংস দলের অধিনায়ক কেএল রাহুলের মুকুটে আজ আরও একটা নতুন সাফল্যের পালক যুক্ত হল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে টুর্নামেন্টের ১৪তম ম্যাচটা খেলতে নেমেছে পঞ্জাব কিংস। আর এই ম্যাচেই টি-২০ ক্রিকেটে ৫,০০০ রান পূরণ করলেন রাহুল

কেএল রাহুল
  • 2/6

এই ম্যাচ শুরু হওয়ার আগে মাইলফলক থেকে রাহুল মাত্র ১ রান দূরে ছিলেন। প্রথম ওভারের প্রথম বলেই অফ স্পিনার অভিষেক শর্মার ডেলিভারিতে তিনি রানটি পূরণ করে ফেলেন। আজ এমএ চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস।

কেএল রাহুল
  • 3/6

সবথেকে দ্রুত ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করার পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল। তিনি তাঁরই পঞ্জাব কিংস দলের সতীর্থ ক্রিস গেইলের পিছনে রয়েছেন। গেইল ১৩২ ইনিংসে এই সাফল্য অর্জন করেন। আর রাহুল আজ ১৪৩তম ইনিংসটি খেলছেন। তিনি অল্পের জন্য পিছনে ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার শন মার্শকে। মার্শ টি-২০ ক্রিকেটে ১৪৪ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন।

Advertisement
কেএল রাহুল
  • 4/6

৫,০০০ রানের এলিট তালিকায় কেএল রাহুলই প্রথম ভারতীয় ব্যাটসম্যন হিসেবে সবথেকে দ্রুত নাম লেখালেন। তাঁর পরে রয়েছেন বিরাট কোহলি (১৬৭) এবং সুরেশ রায়না (১৭৩)।

কেএল রাহুল
  • 5/6

শুরুতেই রাহুল (৪) ফিরে যাওয়ায় বিপাকে পড়ে যায় পঞ্জাব। কারণ এই দলটা বড় রান করার পিছনে রাহুলের একটা বড় ভূমিকা থাকে। অন্যদিকে আজ ব্যাট হাতে সুপার ফ্লপ হয়ে যান 'ইউনিভার্সাল বস' ক্রিস্টোফার হেনরি গেইলও (১৫)। ফের ব্যর্থ হলেন নিকোলাস পূরাণ (০)। ওয়ার্নারের অসাধারণ একটা থ্রোয়ে তাঁকে রান আউট হয়ে ফিরতে হয়।

সানরাইজ়ার্স হায়দরাবাদ
  • 6/6

বুধবারের দুপুরটা আপাতত বেশ ভালোই কাটল সানরাইজ়ার্স হায়দরাবাদের। নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব কিংস ১২০ রানে অলআউট হয়ে যায়। হায়দরাবাদের প্রত্যেক বোলার আজ যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। তিনটে উইকেট শিকার করেছেন খলিল আহমেদ, দুটো অভিষেক শর্মা এবং একটি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কৌল এবং রশিদ খান।

Advertisement