scorecardresearch
 
Advertisement
খেলা

IPL 2021 : থেমে গেল পঞ্জাব রেল, প্রথম জয়ের স্বাদ সানরাইজ়ার্স হায়দরাবাদের

সানরাইজ়ার্স হায়দরাবাদ
  • 1/6

চলতি আইপিএল টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেল সানরাইজ়ার্স হায়দরাবাদ। আজ পঞ্জাব কিংসকে তারা ৯ উইকেটে পরাস্ত করেছে। প্রথম তিনটে ম্যাচে পরাজয়ের পর হায়দরাবাদের দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে আজ সকল সমালোচকের মুখ বন্ধ করে দিলেন ডেভিড ওয়ার্নার। ম্য়াচের সেরা ঘোষণা করা হয়েছে জনি বেয়ারস্টোকে।

শাহরুখ খান
  • 2/6

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস দলের অধিনায়ক কেএল রাহুল। শুরুতেই রাহুল (৪) ফিরে যাওয়ায় বিপাকে পড়ে যায় পঞ্জাব। কারণ এই দলটা বড় রান করার পিছনে রাহুলের একটা বড় ভূমিকা থাকে। অন্যদিকে আজ ব্যাট হাতে সুপার ফ্লপ হয়ে যান 'ইউনিভার্সাল বস' ক্রিস্টোফার হেনরি গেইলও (১৫)। ফের ব্যর্থ হলেন নিকোলাস পূরাণ (০)। ওয়ার্নারের অসাধারণ একটা থ্রোয়ে তাঁকে রান আউট হয়ে ফিরতে হয়।

আরও পড়ুন :

যা পারেননি কোহলি, সেটাই এবার করে দেখালেন রাহুল!

খলিল আহমেদ
  • 3/6

শুরুটা ভালো করলেও বড় রান করতে পারলেন না ময়াঙ্ক আগরওয়াল (২৫ বলে ২২ রান)। মিডল ওভারে দলের স্কোরবোলার্ড সচল রাখেন দীপক হুডা (১১ বলে ১৩ রান) এবং মোজ়েস হেনরিকস (১৭ বলে ১৪ রান)। তবে শেষের দিকে বেশ ভালো খেলছিলেন শাহরুখ খান। তিনি ১৭ বলে ২২ রান করেন। এরমধ্যে দুটো ওভার বাউন্ডারি রয়েছে। কিন্তু, অভিজ্ঞতার অভাবের কারণেই তাঁকে ভুগতে হল। খলিল আহমেদের অফসাইডের বাইরে স্লোয়ার লেংথ বলটাকে তিনি বিচার করতে পারেননি। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিলেন এবং প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু করেন। দলের বাকি ব্যাটসম্যানরা আর সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে পঞ্জাব কিংস ১২০ রানে অলআউট হয়ে যায়।

Advertisement
জনি বেয়ারস্টো
  • 4/6

এরপর ব্যাট করতে নামে নিজামবাহিনী। শুরু থেকেই ওয়ার্নার এবং বেয়ারস্টো দারুণ ছন্দে ছিলেন। আজ ৩৭ বলে ৩৭ রান করেন ওয়ার্নার। তিনি তিনটে বাউন্ডারি এবং একটা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। ১০.১ ওভারে ফ্যাবিয়ান অ্যালেনের বলে ডিপ মিড উইকেটে ময়াঙ্ক আগরওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরে যেন ওয়ার্নার। প্রথম উইকেটে ৬৪ বলে ৭৩ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। 

ডেভিড ওয়ার্নার
  • 5/6

এরপর ব্যাট হাতে নামেন কেন উইলিয়ামসন। বিগত তিনটে ম্যাচে উইলিয়ামসনকে মাঠে নামায়নি হায়দরাবাদ টিন ম্যানেজমেন্ট। সেকারণে দলের ব্যাটিং অর্ডার যে দূর্বল হয়ে পড়েছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু, আজ সেই অভাব পূরণ হয়েছে। এই কিউয়ি ব্যাটসম্যান একটা দিক ধরে রেখেছিলেন। কারণ উল্টোদিকে তখন বিধ্বংসী মেজাজে ব্যাট চালাচ্ছেন জনি বেয়ারস্টো। আজ ৫৬ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন বেয়ারস্টো। তিনি তিনটে করে চার এবং ছক্কা হাঁকিয়েছেন। অন্যদিকে ১৯ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। অবশেষে ৮ বল বাকি থাকতেই হায়দরাবাদ এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়।

ফ্যাবিয়েন অ্যালেন
  • 6/6

আজ পঞ্জাবের কোনও বোলারই সেভাবে দাগ কাটতে পারেননি। বলতে কোনও অসুবিধে নেই যে সেকারণে হায়দরাবাদের জয়ের রাস্তাটা আরও সহজ হয়ে গেছে। আজ পঞ্জাব কিংস দলের মোট ছ'জন বোলারকে দিয়ে বল করান কেএল রাহুল। কিন্তু, ফ্যাবিয়ান অ্যালেন ছাড়া আর কেউ সাফল্য পাননি। সবথেকে বেশি রান দিয়েছেন আর্শদীপ সিং। আজ পঞ্জাব কিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে উঠে এল সানরাইজ়ার্স হায়দরাবাদ।

Advertisement