কিংস ইলেভেন পঞ্জাব দলের অধিনায়ক লোকেশ রাহুল শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৬ রান করে নিজেকে অরেঞ্জ ক্যাপের দৌড়ে টিকিয়ে রাখেন।
এখনও পর্যন্ত রাহুল ১৩ ম্যাচে ৬৪১ রান করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের শিখর ধাওয়ান। তিনি অবশ্য রাহুলের থেকে ১৭০ রান পিছনে রয়েছে। ধাওয়ানের ঝুলিতে রয়েছে ৪৭১ রান। তৃতীয় স্থানে রয়েছেন সানরাইজ়ার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি ৪৩৬ রান করেছেন।
বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা। তিনিই পার্পল ক্যাপের দৌড়ে সবার আগে রয়েছেন। রাবাদা আপাতত ২৩টি উইকেট নিয়েছেন। মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ এবং কিংস ইলেভেন পঞ্জাবের মহম্মদ শামি ২০টি করে উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
গত শুক্রবার রাজ্স্থানের কাছে ১২ রানে হেরে গেছে কিংস ইলেভেন পঞ্জাব। বর্তমান পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে রাজস্থান। কলকাতা নাইট রাইডার্সের থেকে এক ধাপ উপরে। এই তিনটে দলই সমান পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। পার্থক্য শুধুমাত্র নেট রান রেটে।