চলতি আইপিএলটা একেবারেই ভালো কাটল না মহেন্দ্র সিং ধোনির। আইপিএল ইতিহাসে এই প্রথমবার প্লে অফে ওঠার আগেই বিদায় নিতে হল চেন্নাই সুপার কিংসকে।
পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে শেষ করল চেন্নাই। ১৪ ম্যাচে তারা মাত্র ১২ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। নেট রানরেট -০.৪৫৫।
এবছর ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি স্বয়ং মহেন্দ্র সিং ধোনিও। দেখা যায়নি তাঁর সেই চেনা পরিচিত হেলিকপ্টার শটও।
চলতি আইপিএলে ১৪টি ম্যাচ খেলেছেন ধোনি। আর করেছেন মাত্র ২০০ রান। তাঁর এই স্লো ব্যাটিংয়ের জন্য বেশ কয়েকবার সমালোচিত হতে হয়েছে।
সর্বোচ্চ স্কোর অপরাজিত ৪৭ রান। স্ট্রাইক রেট ১১৬.২৭। খুব স্বাভাবিকভাবেই কোনও শতরান কিংবা অর্ধ শতরান তাঁর ঝুলিতে জমা হয়নি।
এমন পারফরম্যান্সের পর অনেকের মনেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে, তাহলে কী আগামী মরশুমে ধোনিকে আর ২২ গজের যুদ্ধে দেখতে পাওয়া যাবে না! তবে এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ধোনি নিজেই। তিনি জানিয়েছেন, আগামী মরশুমেও তিনি এই হলুদ জার্সি গায়েই মাঠে নামবেন।
আইপিএল টুর্নামেন্টের এই ১৩ বছরের ইতিহাসে ধোনি মোট ২০৪টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ৪,৬৩২। একটিও শতরান করতে না পারলেও ২৩টি হাফ সেঞ্চুরি তাঁর ঝুলিতে রয়েছে। সর্বোচ্চ রান অপরাজিত ৮৪।