scorecardresearch
 
Advertisement
খেলা

Kolkata Derby Mohun Bagan vs East Bengal: মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বির টিকিট বিক্রি শুরু, কোথায়-কীভাবে মিলবে?

শনিবারই ডার্বি (Kolkata Derby) ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)।  এটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। ইতিমধ্যেই অনলাইনে ডার্বির টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
  • 1/10

শনিবারই ডার্বি (Kolkata Derby) ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)।  এটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। ইতিমধ্যেই অনলাইনে ডার্বির টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
 

অনলাইনের টিকিট অনেকখানিই শেষ হয়ে গিয়েছে। অনলাইনে যারা টিকিট কেটেছেন তাঁরা কীভাবে রিডিম করবেন এই টিকিট? এটাই এখন প্রশ্ন দুই দলের সমর্থকদের
  • 2/10

অনলাইনের টিকিট অনেকখানিই শেষ হয়ে গিয়েছে। অনলাইনে যারা টিকিট কেটেছেন তাঁরা কীভাবে রিডিম করবেন এই টিকিট? এটাই এখন প্রশ্ন দুই দলের সমর্থকদের

অনলাইনের টিকিট অনেকখানিই শেষ হয়ে গিয়েছে। অনলাইনে যারা টিকিট কেটেছেন তাঁরা কীভাবে রিডিম করবেন এই টিকিট? এটাই এখন প্রশ্ন দুই দলের সমর্থকদের
  • 3/10

অনলাইনের টিকিট অনেকখানিই শেষ হয়ে গিয়েছে। অনলাইনে যারা টিকিট কেটেছেন তাঁরা কীভাবে রিডিম করবেন এই টিকিট? এটাই এখন প্রশ্ন দুই দলের সমর্থকদের
 

Advertisement
ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষেত্রে: লাল-হলুদ সমর্থকেরা অনলাইন টিকিট রিডিম করে ম্যাচ টিকিট হাতে পাবেন নিজেদের ক্লাব ইস্টবেঙ্গল থেকেই।
  • 4/10

ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষেত্রে: লাল-হলুদ সমর্থকেরা অনলাইন টিকিট রিডিম করে ম্যাচ টিকিট হাতে পাবেন নিজেদের ক্লাব ইস্টবেঙ্গল থেকেই।
 

মোহনবাগান সমর্থকদের ক্ষেত্রে: সবুজ-মেরুন সমর্থকেরাও অনলাইন কাটা টিকিট রিডিম করে ম্যাচ টিকিট তুলতে পারবেন নিজেদের ক্লাব মোহনবাগান থেকেই।
  • 5/10

মোহনবাগান সমর্থকদের ক্ষেত্রে: সবুজ-মেরুন সমর্থকেরাও অনলাইন কাটা টিকিট রিডিম করে ম্যাচ টিকিট তুলতে পারবেন নিজেদের ক্লাব মোহনবাগান থেকেই।
 

২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১১'টা থেকে সন্ধ্যা ৭'টার মধ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকেরা নিজেদের ক্লাব থেকে এই টিকিট এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
  • 6/10

২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১১'টা থেকে সন্ধ্যা ৭'টার মধ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকেরা নিজেদের ক্লাব থেকে এই টিকিট এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
 

২৫ ফেব্রুয়ারি অর্থাৎ ম্যাচের দিনও টিকিট তুলতে পারবেন সমর্থকরা। সকাল ১০'টা থেকে দুপুর ২'টোর মধ্যে টিকিট রিডিম করতে পারবেন দুই দলের সমর্থকরা।
  • 7/10

২৫ ফেব্রুয়ারি অর্থাৎ ম্যাচের দিনও টিকিট তুলতে পারবেন সমর্থকরা। সকাল ১০'টা থেকে দুপুর ২'টোর মধ্যে টিকিট রিডিম করতে পারবেন দুই দলের সমর্থকরা।
 

Advertisement
সংশ্লিষ্ট দুই ক্লাব থেকেই অফলাইন টিকিট কাটতে পারবেন দুই  দলের সমর্থকরা। টিকিটের দাম করা হয়েছে ১০০, ১৫০, ৩০০ ও ৪৯৯ টাকা।
  • 8/10

সংশ্লিষ্ট দুই ক্লাব থেকেই অফলাইন টিকিট কাটতে পারবেন দুই  দলের সমর্থকরা। টিকিটের দাম করা হয়েছে ১০০, ১৫০, ৩০০ ও ৪৯৯ টাকা। 
 

ইস্টবেঙ্গল সমর্থকরা A1-এর বাঁ দিকের ব্লক, A2-এর বাঁদিকের ব্লক, B1, B2, B3 ব্লকের টিকিট কাটতে পারবেন। পাশপাশি C1, C2 ও C3-এর ডানদিকের ব্লকের টিকিট কাটতে পারবেন।
  • 9/10

ইস্টবেঙ্গল সমর্থকরা A1-এর বাঁ দিকের ব্লক, A2-এর বাঁদিকের ব্লক, B1, B2, B3 ব্লকের টিকিট কাটতে পারবেন। পাশপাশি C1, C2 ও C3-এর ডানদিকের ব্লকের টিকিট কাটতে পারবেন।
 

এটিকে মোহনবাগান ভক্তরা, A1-এর ডানদিক, A2-র ডানদিকের ব্লকের পাশাপাশি D1, D2, D3, C1, C2 ও C3-এর বাঁ দিকের ব্লকে বসতে পারবেন।
  • 10/10

এটিকে মোহনবাগান ভক্তরা, A1-এর ডানদিক, A2-র ডানদিকের ব্লকের পাশাপাশি D1, D2, D3, C1, C2 ও C3-এর বাঁ দিকের ব্লকে বসতে পারবেন।   
 

Advertisement