scorecardresearch
 
Advertisement
খেলা

দুরন্ত গোল মেসির, গেতাফে'কে উড়িয়ে দিল বার্সেলোনা

লিওনেল মেসি
  • 1/7

জোড়া গোল করলেন লিওনেল মেসি। আর সেই দৌলতেই বার্সেলোনা গেতাফে'কে পরাস্ত করে লা লিগা পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এল। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের থেকে তারা ২ পয়েন্ট পিছনে রয়েছে।

লিওনেল মেসি
  • 2/7

বার্সেলোনার হয়ে প্রথম গোলের দরজা খোলেন মেসিই। কিন্তু, তারপর ক্লেমেন্ট ল্যাংলেটের আত্মঘাতী গোলে সমতা ফেরায় গেতাফে।

লিওনেল মেসি
  • 3/7

সোফিয়ান চাকলা এবং গোলরক্ষক ডেভিড সোরিয়ার ভুল বোঝাবুঝির কারণে আবারও এগিয়ে যায় বার্সা এবং মেসি দলের ব্যবধান ৩-১ গোলে নিয়ে যান।

Advertisement
লিওনেল মেসি
  • 4/7

এনেস উনালের পেনাল্টি গেতাফের আশা কিছুটা হলেও ফের জাগিয়ে তোলে। কিন্তু রোনাল্ড অ্যারাউজো এবং আন্তোনিও গ্রিয়েজ়ম্যানের গোলে শেষ হাসি হাসে কাতালান ব্রিগেড।

লিওনেল মেসি
  • 5/7

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে ৫ পয়েন্ট পিছনে রয়েছে বার্সেলোনা। তবে একটা ম্যাচ এখনও তাদের হাতে রয়েছে।

লিওনেল মেসি
  • 6/7

ইতিপূর্বে দিনের শুরুতে ইউরোপিয়ান সুপার লিগে খেলার বিষয়ে বার্সেলোনার পক্ষ থেকে একটা বিবৃতি পেশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, এটা নাকি মেসি ব্রিগেডের কাছে একটা 'ঐতিহাসিক সুযোগ' হতে চলেছে। তবে বেশ কয়েকটা দল এই লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

লিওনেল মেসি
  • 7/7

গেতাফের বিরুদ্ধে এই জয় বার্সার কোচ রোনাল্ড কোয়েম্যানের ঠোঁটের হাসি চওড়া করলেও, একথা স্বীকার করতে কোনও অসুবিধে নেই যে ম্যাচের প্রথমার্ধে বার্সাকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে। শেষবেলায় অ্যারাউজ়ো এবং গ্রিয়েজ়ম্যানের গোলে বার্সা স্বস্তির নিঃশ্বাস ফেলে।

Advertisement