scorecardresearch
 
Advertisement
খেলা

IPL 2021 : ইতিহাস গড়লেন বিরাট, প্রথম ক্রিকেটার হিসেবে করলেন ৬০০০+ রান

বিরাট কোহলি
  • 1/6

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০০ রান পূরণ করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

বিরাট কোহলি
  • 2/6

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইনিংসের ১৩তম ওভারে কোহলি এই মাইলফলক স্পর্শ করেন। তবে চলতি আইপিএল টুর্নামেন্টের শুরুটা খুব একটা ভালো করেননি বিরাট কোহলি। তিনি তিনটে ম্যাচে মাত্র ৭১ রান করেছেন। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তিনি মাত্র ৫ রান করে আউট হয়ে যান।

বিরাট কোহলি
  • 3/6

টেস্ট, আন্তর্জাতিক টি-২০ এবং ওডিআই  -- ক্রিকেটের তিনটে ফরম্যাটেই বিরাট কোহলির ব্যাটিং গড় ৫০-এর ওপরে রয়েছে। বৃহস্পতিবার, আরসিবি বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কোহলির ৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করতে মাত্র ৫১ রান বাকি ছিল।

Advertisement
বিরাট কোহলি
  • 4/6

আপাতত আইপিএল টুর্নামেন্টে সবথেকে বেশি রান বিরাটের ঝুলিতেই রয়েছে। তিনি ১৯৬টি ম্যাচে ৬,০২১ রান করেছেন। ২০১৬ সালে বিরাট ১৬ ম্যাচে ৯৭৩ রান (এরমধ্যে আবার চারটে শতরানও রয়েছে) করে আইপিএলের সব রেকর্ড চুরমার করে দেন। তবে ফাইনালে সানরাইজ়ার্স হায়দরাবাদের কাছে তাঁর দলকে হেরে যেতে হয়।

বিরাট কোহলি
  • 5/6

আইপিএল টুর্নামেন্টে রান করার তালিকায় সবথেকে ওপরে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তাঁর সবথেকে কাছের প্রতিদ্বন্দ্বী হলেন চেন্নাই সুপার কিংস দলের তারকা ক্রিকেটার সুরেশ রায়না। ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন ব্যাটসম্যান ১৯৩টি ম্যাচে ৫,৩৬৮ রান করেছেন।

বিরাট কোহলি
  • 6/6

সম্প্রতি ব্যাট হাতে খুব একটা ভালো ছন্দে ছিলেন না বিরাট কোহলি। যদিও পরপর দুটো মরশুমে তিনি ৪০০-র ওপরে রান করেছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজ়ে তিনি আবার সেই বিধ্বংসী ফর্ম ফিরে পান। এই সিরিজ়ে বিরাটের ব্যাট থেকে প্রচুর রান বেরিয়ে আসে। এবছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করতে নামছেন বিরাট কোহলি।

Advertisement