scorecardresearch
 
Advertisement
খেলা

PHOTOS: ৩৪ বছরের মেসির ট্রান্সফার ফি ৬৯৬ কোটি টাকা! বাকিরা?

1
  • 1/10

বার্সেলোনায় লম্বা সময়ের জন্য খেলেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। বার্সায় থাকা কালনি যা ফুটবল তিনি খেলেছেন সেটা অতুলনীয়। তবে অবশেষে সেই লম্বা একটা সময় থেকে বার্সাকে বিদায় জানিয়েছেন মেসি। আর্জেন্টিনার অধিনায়ক এসেছেন পিএসজি দলে। তবে ৩৪ বছর বয়সেও তারকা কিংবদন্তি ফুটবলার নিজের ট্রান্সফার ফি নিয়ে সবাইকে অবাক করেছেন। যা এই মুহূর্তের সব থেকে বেশি। কারণ বার্সেলোনা থেকে পিএসজিতে মেসি এসেছেন ৬৯৬ কোটি টাকায়। অবাক হলেও এটাই মেসির ট্রান্সফার ফি। আর ক্লাব ফুটবলে এটা সর্বকালের রেকর্ড।

2
  • 2/10

মেসি ছাড়া এই অতিরিক্ত ট্রান্সফার ফি-য়ের তালিকায় আছে একাধিক ফুটবলার। এসি মিলান থেকে পিএসজিতে গিয়েছেন  গিয়ানলুগি ডোনারুম্মা। এই মুহূর্তে লিও মেসির পর ডোনারুম্মা ক্লাব ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি পেয়েছেন। তিনি পেয়েছেন ৫২১ কোটি টাকা ট্রান্সফার ফি।

3
  • 3/10

ডেভিড আলাবা- অস্ট্রিয়ার এই ফুটবলার দুরন্ত ডিফেন্সিভ মিডফিল্ডার ক্লাব ফুটবলে ট্রান্সফার ফি হিসাবে তৃতীয় স্থানে। বায়ার্ন মিউনিখ থেকে রিয়াল মাদ্রিদে ৪৭৮ কোটি টাকা ট্রান্সফার ফি নিয়ে এসেছেন তিনি মাদ্রিদে।

Advertisement
4
  • 4/10

রবার্ট লেভানদোভস্কি- পোলান্ডের ফুটবল প্লেয়ার লেভানদোভস্কি ফরওয়ার্ড লাইনে অন্যতম একজন অভিজ্ঞ। বরুসিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখে ৪৩৫ কোটি টাকার ট্র্যান্সফার ফি পেয়েছেন এই ফুটবলার।

5
  • 5/10

মেমফিস ডিপে- মেমফিস ডিপে লিওন থেকে বার্সায় ট্রান্সফার হয়েছেন। ক্লাব টুর্নামেন্টে মেমফিস ৩৯১ কোটি টাকার ট্র্যান্সফার ফি পেয়েছেন। যে বার্সা ছেড়ে মেসি এসেছেন সেই ক্লাবেই এই ট্রান্সফার ফি পেয়েছেন মেমফিস।

6
  • 6/10

স্টেফান ডি ভ্রি- নেদারল্যান্ডসের এই সেন্টার ব্যাক ফুটবলার খেলতেন লাজিওতে। তবে বড় ক্লাব ইন্টার মিলানে ট্রান্সফার হন তিনি। ৩৪৮ কোটি টাকা ফি পেয়েছেন তিনি।
 

7
  • 7/10

লিওন গোরেট্জকা- সালকো থেকে বায়ার্ন মিউনিখে গিয়েছেন লিওন। তিনি পেয়েছেন ৩৪৮ কোটি টাকার ট্র্যান্সফার ফি।

Advertisement
8
  • 8/10

অ্যারন রামসে- আর্সেনাল থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ক্লাবে এসেছেন অ্যারন। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ইতালিয়ান লিগে যোগ দিয়েছেন তিনি। আর তিনি ২৪৮ কোটি টাকা পেয়েছেন ট্র্যান্সফার ফি হিসাবে।

9
  • 9/10

মাইকেল বালাক- জার্মানির প্রাক্তন ফুটবলার ছিলেন মাইকেল বালাক। তিনিও এই তালিকায় অন্যতম সেরা। বায়ার্ন মিউনিখ থেকে চেলসিতে গিয়েছিলেন তিনি ৩০৪ কোটি টাকায়।

10
  • 10/10

অ্যাড্রিয়ান রবিওট- রবিওট পিএসজি থেকে জুভেন্তাসে গিয়েছেন। তিনি পেয়েছেন ৩০৪ কোটি টাকা ট্র্যান্সফার মূল্য।

Advertisement