
আইপিএল-এর প্রস্তুতি নিতে রাঁচির স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করে দিয়েছেন ধোনি। ব্যাটিং করার পাশাপাশি শুটিং করতে দেখা গিয়েছে চেন্নাই সুপার কিংস অধিনায়ককে।

রাঁচির জিএসসিএ স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক। ধোনির বন্ধু সুমিত কুমার বাজাজ তাঁর ইনস্টাগ্রামে ধোনির অনুশীলনের ছবি দিয়েছেন।

শুধু শুটিং নয়, বন্ধু সুমিত কুমার বাজাজের সঙ্গে টেনিস খেলতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন খেলায় পারদর্শী ধোনি।

নিজেকে ফিট রাখতে রাঁচির স্টেডিয়ামে ক্রিকেটের পাশাপাশি শুটিং, টেনিস ও জিমে সময় কাটান ধোনি। মাঝে মধ্যে সাঁতারও কাটেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।

নেটে ব্যাট করার পর শুটিং রেঞ্জে গিয়ে বেশ খানিকক্ষণ শুটিং করেন ধোনি। টেনিস পার্টনার সুমিতও ধোনির সঙ্গে শুটিং রেঞ্জে ছিলেন।

অনেকদিন পর নীল জার্সিতে দেখা গিয়েছিল এমএস ধোনিকে। আর তা দেখে দারুণ খুশি মাহি ভক্তরা।

২০২০ সালের ১৫ আগস্ট ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল-এ নিয়মিত খেলছেন মাহি।

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে চারবার আইপিএল খেতাব জিতেছেন ধোনি।

মহেন্দ্র সিং ধোনিকে এবার চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে নাও দেখা জেতে পারে। শোনা যাচ্ছে, রবীন্দ্র জাডেজা এই দায়িত্ব সাম্লাতে পারেন।

১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হবে আইপিএল-এর মেগা নিলাম। সেই নিলামে চেন্নাইয়ের হয়ে অংশ নেবেন মহেন্দ্র সিং ধোনি।