scorecardresearch
 
Advertisement
খেলা

IPL Mega Auction 2022: নিলামে ১০ ফ্র্যাঞ্চাইজির নজরে এই ৫ ক্রিকেটার, কারা?

এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি
  • 1/10

শনি ও রবিবার বেঙ্গালুরুতে আইপিএল-এর মেগা নিলাম অনুষ্ঠিত হবে। ১০ দলের আইপিএল-এ এবার মোট ৫৯০ জন ক্রিকেটার অংশ নেবেন। যার মধ্যে ৩৭০ জন ভারতীয়। ২২০ জন বিদেশী ক্রিকেটার। 

এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি
  • 2/10

কিছু দল তাদের অধিনায়ক বেছে নিতে চাইবে। এই তালিকায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,পাঞ্জাব কিংস।  

এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি
  • 3/10

চেন্নাই সুপার কিংসও তাদের ভবিষ্যতের অধিনায়ক খুঁজছে। তবে সেই দৌড়ে এগিয়ে রয়েছেন রবীন্দ্র জাডেজা। ভারতের এই অল রাউন্ডারকে দলে ধরে রেখেছে সিএসকে। 

Advertisement
এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি
  • 4/10

শ্রেয়াস আইয়ার একজন ভাল ব্যাটার। পাশাপাশি তিনি নেতৃত্বও দিতে পারেন। সেই কারণে তাঁকে দলে নিতে চাইবে যে কোনও দলই। দিল্লি ক্যাপিটালসের হয়ে গত মরশুমে খেললেও এবারে তাঁকে ছেড়ে দিয়েছে দিল্লি। তাই নতুন দলে যেতে পারেন এই ব্যাটার। ভারতীয় দলের হয়েও নিয়মিত খেলছেন শ্রেয়স।  

এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি
  • 5/10

সবার নজর থাকবে আক্রমণাত্মক উইকেট-রক্ষক ব্যাটার ইশান কিশানের দিকে। গত মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। কিষান মুম্বাইয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং তাঁর পাওয়ার হিটিং সবাইকে মুগ্ধ করেছে। ভারতীয় দলেও জায়গা করে নিয়েছেন কিশান। এছাড়াও অনেক দল কিশানকে অধিনায়ক হিসেবে নিতে চাইছে। তা ছাড়া কিশানের এই ফর্ম্যাটে যে কোনও ব্যাটিং পজিশনে ব্যাট করার ক্ষমতা রয়েছে।তিনি একজন ভাল উইকেটরক্ষকও।

এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি
  • 6/10

দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়াকে পরাজিত করেছেন কাগিসো রাবাদা। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফর্ম্যাটেও  তিনি একজন বিপজ্জনক বোলার। দিল্লি ক্যাপিটালসের হয়ে, তিনি তার দুর্দান্ত বোলিং নজর কেড়েছে। দিল্লির দল রাবাদাকে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। তবে বাকি দলগুলিও এই ফর্ম্যাটে এই ফাস্ট বোলারকে নিতে চাইবে। রাবাদা ক্রিকেটের তিন ফরম্যাটেই দুর্দান্ত বোলার।

এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি
  • 7/10

ওয়েস্ট ইন্ডিজকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ জিততে সাহায্য করা জেসন হোল্ডারও দামি খেলোয়াড়ের তালিকায় থাকবেন। ভারতের বিপক্ষে দুই ওয়ানডেতেই ভাল পারফর্ম করেছেন হোল্ডার। হোল্ডার দীর্ঘদিন ধরে ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ছিলেন এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL T20) তিনি ২০১৯ সালে বার্বাডোস ট্রাইডেন্টসকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন হন। হোল্ডার একজন ভাল অলরাউন্ডারের পাশাপাশি একজন ভাল নেতা, এই কারণে তাঁর জন্য সব দলই ভাল বিড করতে পারে।

Advertisement
এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি
  • 8/10

ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহারও এই তালিকায় থাকবেন। চাহার, যিনি গত মরশুমে চেন্নাইয়ের হয়ে আইপিএল-এ খেলেছেন, তাঁকেও বিডিং যুদ্ধে বড় খেলোয়াড়দের চ্যালেঞ্জ করতে দেখা যাবে। চাহার টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলছেন। একজন ফাস্ট বোলারের পাশাপাশি তিনি একজন ভাল অলরাউন্ডারও। সাত অথবা আট নম্বরে ভাল ফিনিশারের ভূমিকা নিতে পারেন তিনি। নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতাও রয়েছে চাহারের। 

এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি
  • 9/10

এবারের আইপিএল-এর মেগা নিলামে অংশ নিতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। অধিনায়কের বুদ্ধিকে কাজে লাগাতে চাইছে চেন্নাই সুপার কিংস। 

এই পাঁচ ক্রিকেটারকে নিতে ঝাঁপাবে দশ ফ্র্যাঞ্চেইজি
  • 10/10

এপ্রিলের শুরুতে শুরু হতে পারে আইপিএল। জুন অবধি চলতে পারে এই টুর্নামেন্ট। তাঁর আগে শনি ও রবিবার মেগা নিলাম অনুষ্ঠিত হবে। 

Advertisement