Advertisement
খেলা

PHOTOS: হেলিকপ্টার ও ব্যান্ড প্রদর্শনী, মমতার উপস্থিতিতে জমজমাট উদ্বোধন ডুরান্ড কাপের

1
  • 1/9

রবিবার বিকেলে উদ্বোধন হল ডুরান্ড কাপে। সেই ডুরান্ড কাপের উদ্বোধনে এবার হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বল পায়ে শট নিয়ে ডুরান্ড কাপের উদ্বোধন করলেন মমতা। এক বছর মাঝে কোভিডের জন্য খেলা বন্ধ থাকার পর ফের একবার শুরু হল ডুরান্ড কাপ।

2
  • 2/9

রবিবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হল ভারতের অন্যতম প্রাচীন টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই মুখোমুখি হল মহমেডান স্পোর্টিং বনাম এয়ারফোর্স। মোট ১৬টি দল এবারের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

3
  • 3/9

অতীতে ভারতে এই টুর্নামেন্ট ছিল অন্যতম ঐতিহ্যশীল। কারণ এই টুর্নামেন্ট সেনাবাহিনীর তরফে অনুষ্ঠিত করা হয়। প্রতিবছরই ধুমধাম করেই হত এই টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের শুভ সূচনা ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার তিনি এই টুর্নামেন্ট উদ্বোধন করলেন।

Advertisement
4
  • 4/9

এবারের ডুরান্ড কাপ শুধু যুবভারতীয় ক্রীড়াঙ্গনে নয়, কোভিড বিধি মেনে এবারের এই টুর্নামেন্ট হতে চলেছে কলকাতা ও বাংলার মোট তিনটি মাঠে। কল্যাণী স্টেডিয়াম, যুবভারতী ও মোহনাবাগান ক্লাব মাঠে।

5
  • 5/9

ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে কলকাতা লিগ। কলকাতা লিগে খেলছে কলকাতা ময়দানের দলগুলি। একই সঙ্গে খেলছে মহমেডানও। এবার ডুরান্ডেও নামল মহমেডান স্পোর্টিং।

6
  • 6/9

অন্যান্য বছর এই ঐতিহ্যশীল টুর্নামেন্ট খেলে কলকাতা ময়দানের প্রধান দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান তবে এবছর এই দুই দল অংশগ্রহণ করছে না এই টুর্নামেন্টে। ফলে শুধুমাত্র খেলছে মহমেডান স্পোর্টিং।

7
  • 7/9

রবিবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে নেমেই দুরন্ত ফুটবল খেললো ময়দানের অন্যতম প্রধান ক্লাব মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধেই মহমেডান স্পোর্টিং ক্লাব এয়ারফোর্সের বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। এই টুর্নামেন্টে বিভিন্ন বড় ফুটবলাররা খেলেছেন অতীতে।

Advertisement
8
  • 8/9

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডুরান্ড কাপের উদ্বোধনে হাজির ছিলেন সেনাবাহিনীর অফিসাররা। একই সঙ্গে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও। প্লেয়ারদের সঙ্গে ফটোশুটও করেন তাঁরা। একই সঙ্গে সাক্ষাৎ সারেন মুখ্যমন্ত্রী।

9
  • 9/9

একই সঙ্গে এই টুর্নামেন্টের উদ্বোধনে সেনাবাহিনীর ব্যান্ড আলাদা করে প্রদর্শনী করেন। পাশাপাশি হেলিকাপ্টারে প্রদর্শন করেন জওয়ানরা। এভাবেই ডুরান্ডের উদ্বোধন হল রবিবার।

Advertisement