scorecardresearch
 
Advertisement
খেলা

Messi Argentina World Cup 2022 : বিশ্বকাপ জড়িয়ে ঘুমোলেন মেসি, রাত জাগল গোটা আর্জেন্টিনা; PHOTOS

৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে
  • 1/9

৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনা বিশ্বকাপ দিয়েছিলেন আর্জেন্টিনাকে। তারপর মেসি সেই স্বপ্নপূরণ করেছেন। 

মেসিদের নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা আর্জেন্টিনা
  • 2/9

আর মেসিদের নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা আর্জেন্টিনা। সারারাত যেন জেগে থাকল আর্জেন্টিনাবাসী। 

আজই আর্জেন্টিনায় লিওনেল মেসিরা ফিরছেন
  • 3/9

আজই আর্জেন্টিনায় লিওনেল মেসিরা ফিরছেন। কিন্তু আর্জেন্টিনায় উত্‍সব শুরু হয়ে গিয়েছে তাদের দেশ বিশ্বকাপ জেতার পর থেকেই। 
 

Advertisement
সেই ভিড়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল
  • 4/9

যেদিন ফ্রান্সকে হারিয়ে মেসিরা বিশ্বকাপ জিতলেন, সে দিন রাজধানী বুয়েনস আয়ার্সে রাস্তায় নামলেন কয়েক লক্ষ মানুষ। সেই ভিড়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল।

মেসি আবার ছবি শেয়ার করেছেন একাধিক
  • 5/9

এরইমধ্যে মেসি আবার ছবি শেয়ার করেছেন একাধিক। সেখানে তাঁকে কাপ নিয়েই ঘুমোতে দেখা গেছে।

বুয়েনস আয়ার্সে ১০ লক্ষ মানুষ রাস্তায় নামে
  • 6/9

ফ্রান্সকে হারিয়ে ফাইনাল জেতার পরই বুয়েনস আয়ার্সে ১০ লক্ষ মানুষ রাস্তায় নামেন। সবার হাতে লিওনেল মেসির পোস্টার ও বিয়ারের গ্লাস ছিল। 

উঁচু বিল্ডিং জুড়ে লিওনেল মেসির বিশালাকার ছবি ফুটে উঠেছে
  • 7/9

বুয়েনস আয়ার্সের একটি উঁচু বিল্ডিং জুড়ে লিওনেল মেসির বিশালাকার ছবি ফুটে উঠেছে। তারই নীচে জড়ো হয়েছেন ১০ লক্ষের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। 

Advertisement
মেসিদের উদ্‌যাপন অবশ্য শুরু হয়ে গিয়েছিল রবিবার রাতে
  • 8/9

মেসিদের উদ্‌যাপন অবশ্য শুরু হয়ে গিয়েছিল রবিবার রাতে লুসাইলের গঞ্জালো মন্তিয়েলের নেওয়া টাইব্রেকার শটটার পরেই। ওই শটেই নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার জয়, আর তার পর থেকেই লুসাইল স্টেডিয়াম নীল হয়ে ওঠে। 

বেজক্যাম্পে ফিরেও মেসিরা ভোররাত পর্যন্ত উদযাপন করেন
  • 9/9

বেজক্যাম্পে ফিরেও মেসিরা ভোররাত পর্যন্ত উদ্‌যাপন করেছেন নিজেদের মতো। টিম ডিনার শেষে আরও এক দফা চলেছে নাচ-গান, আড্ডা। 

Advertisement