scorecardresearch
 
Advertisement
খেলা

Remove ATK: মোহনবাগান সচিবের বাড়ির সামনে মেরিনার্সদের বিক্ষোভ, কী দাবি সমর্থকদের?

মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশিস দত্তের বাড়ির সামনে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন ক্লাবের সমর্থকরা। 'রিমুভ এটিকে' (Remove ATK) দাবি নিয়ে শুরু হয় এই বিক্ষোভ। সোমবারই ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan
  • 1/8

মোহনবাগান (Mohun Bagan) সচিব দেবাশিস দত্তের বাড়ির সামনে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন ক্লাবের সমর্থকরা। 'রিমুভ এটিকে' (Remove ATK) দাবি নিয়ে শুরু হয় এই বিক্ষোভ। সোমবারই ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। 
 

মোহনবাগান সচিবের বাড়ির সামনে শুধু বিক্ষোভ দেখানো নয়, পোস্টারও লাগিয়ে আসেন বিক্ষোভকারীরা। মূল গেটের বাইরে এই পোস্টার লাগানো হয়।
  • 2/8

মোহনবাগান সচিবের বাড়ির সামনে শুধু বিক্ষোভ দেখানো নয়, পোস্টারও লাগিয়ে আসেন বিক্ষোভকারীরা। মূল গেটের বাইরে এই পোস্টার লাগানো হয়।
 

হ্যান্ড মাইক নিয়ে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন সবুজ-মেরুন সমর্থকরা। তাদের দাবি, 'ইস্টবেঙ্গল নিজের নামে আইএসএল খেলছে, আমাদের এটিকে-র নাম ব্যে নিয়ে যেতে হচ্ছে। এটা কেন হবে?'
  • 3/8

হ্যান্ড মাইক নিয়ে 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন সবুজ-মেরুন সমর্থকরা। তাদের দাবি, 'ইস্টবেঙ্গল নিজের নামে আইএসএল খেলছে, আমাদের এটিকে-র নাম ব্যে নিয়ে যেতে হচ্ছে। এটা কেন হবে?'
 

Advertisement
বিক্ষুদ্ধ সমর্থকদের হাতে থাকা ফেস্টুনে লেখা ছিল, 'এটিকে ছাড়ুন মোহনবাগানে বাঁচুন।' স্লোগান। হাতে ছিল 'রিমুভ এটিকে' পোস্টারও।
  • 4/8

বিক্ষুদ্ধ সমর্থকদের হাতে থাকা ফেস্টুনে লেখা ছিল, 'এটিকে ছাড়ুন মোহনবাগানে বাঁচুন।' স্লোগান। হাতে ছিল 'রিমুভ এটিকে' পোস্টারও। 
 

আগাম বার্তায় ইউনাইটেড মেরিনার্স ফোরাম জানিয়েছিল রবিবার ক্লাবের গেটের সামনে বিক্ষোভ দেখাবে তারা। তবে সেটা যে জায়গা পরিবর্তন করে মোহনবাগান সচিবের বাড়ির সামনে হবে তা আঁচ করতে পারেননি কেউই।
  • 5/8

আগাম বার্তায় ইউনাইটেড মেরিনার্স ফোরাম জানিয়েছিল রবিবার ক্লাবের গেটের সামনে বিক্ষোভ দেখাবে তারা। তবে সেটা যে জায়গা পরিবর্তন করে মোহনবাগান সচিবের বাড়ির সামনে হবে তা আঁচ করতে পারেননি কেউই।
 

ক্লাবের গেটের সামনেও বিক্ষোভ দেখান কিছু সমর্থক। তাদের দাবিও ছিল একই। ইডেনের উল্টো দিকের ফুটপাথে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন মোহনবাগান সমর্থকদের একাংশ।
  • 6/8

ক্লাবের গেটের সামনেও বিক্ষোভ দেখান কিছু সমর্থক। তাদের দাবিও ছিল একই। ইডেনের উল্টো দিকের ফুটপাথে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন মোহনবাগান সমর্থকদের একাংশ।
 

পুজোর আগে থেকেই আন্দোলন জোরদার করার হুশিয়ারি দিয়েছিল মেহনবাগান সমর্থকদের একাংশ। একটা সময় 'গোয়েঙ্কা আউট' সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে। তবুও এটিকে মোহনবাগান নামেই খেলতে হচ্ছে সবুজ-মেরুন ক্লাবকে।
  • 7/8

পুজোর আগে থেকেই আন্দোলন জোরদার করার হুশিয়ারি দিয়েছিল মেহনবাগান সমর্থকদের একাংশ। একটা সময় 'গোয়েঙ্কা আউট' সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে থাকে। তবুও এটিকে মোহনবাগান নামেই খেলতে হচ্ছে সবুজ-মেরুন ক্লাবকে। 
 

Advertisement
শোনা গিয়েছিল পুজোর আগেই এটিকে নাম উঠে যাচ্ছে মোহনবাগানের সামনে থেকে। তবে তা এখনও হয়নি। ক্লাব কর্তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন এটিকে নাম তুলে ফেলা হবে। তাও হয়নি, ফলে বিক্ষোভ আরও জোরাল হচ্ছে।
  • 8/8

শোনা গিয়েছিল পুজোর আগেই এটিকে নাম উঠে যাচ্ছে মোহনবাগানের সামনে থেকে। তবে তা এখনও হয়নি। ক্লাব কর্তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন এটিকে নাম তুলে ফেলা হবে। তাও হয়নি, ফলে বিক্ষোভ আরও জোরাল হচ্ছে। 
 

Advertisement