scorecardresearch
 
Advertisement
খেলা

Sachin Tendulkar: সচিন যখন সাজলেন হনুমান, গিলতে চাইলেন সূর্য, PHOTOS

কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয়। বিভিন্ন সময় ছবি বা ভিডিও পোস্ট করেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
  • 1/9

কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয়। বিভিন্ন সময় ছবি বা ভিডিও পোস্ট করেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। তা দ্রুত ভাইরাল হয়ে যায়। 
 

এবারেও ঠিক সেটাই হল। ক্রিকেটের ভগবানকে এবার ভগবান হনুমানকে অনুসরণ করলেন। ইনস্টাগ্রামে নিজের গলফ খেলার কিছু ছবি শেয়ার করতে দেখা গেল। আর তার ফাঁকেই মজা করে একটি পোস্ট করলেন সচিন।
  • 2/9

এবারেও ঠিক সেটাই হল। ক্রিকেটের ভগবানকে এবার ভগবান হনুমানকে অনুসরণ করলেন। ইনস্টাগ্রামে নিজের গলফ খেলার কিছু ছবি শেয়ার করতে দেখা গেল। আর তার ফাঁকেই মজা করে একটি পোস্ট করলেন সচিন।
 

পড়ন্ত বিকেলে সূর্যকে গিলে খাওয়ার চেষ্টা করতে দেখা গেল সচিনকে। গলফ খেলার ফাঁকে এই ছবি শেয়ার করলেন সচিন।
  • 3/9

পড়ন্ত বিকেলে সূর্যকে গিলে খাওয়ার চেষ্টা করতে দেখা গেল সচিনকে। গলফ খেলার ফাঁকে এই ছবি শেয়ার করলেন সচিন। 
 

Advertisement
আসলে ছবি তোলার জন্য পোজ দেন সচিন। তিনি এমন কিছু ভঙ্গি করেছেন, যাতে তাঁকে দেখা গিয়েছে সূর্যের কাছাকাছি মুখ নিয়ে যেতে। মনে হচ্ছে সূর্যকে গ্রাস করতে চাইছেন সচিন। ভিন্ন ভঙ্গিতে তিনটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সচিন।
  • 4/9

আসলে ছবি তোলার জন্য পোজ দেন সচিন। তিনি এমন কিছু ভঙ্গি করেছেন, যাতে তাঁকে দেখা গিয়েছে সূর্যের কাছাকাছি মুখ নিয়ে যেতে। মনে হচ্ছে সূর্যকে গ্রাস করতে চাইছেন সচিন। ভিন্ন ভঙ্গিতে তিনটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সচিন।
 

সচিন তেন্ডুলকর কিছুদিন আগেই রোড সেফটি ওয়াল্ড সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন। শুধু তাই নয়, টানা দ্বিতীয়বার এই ট্রফিও জিতেছেন। ক্রিকেট মাঠের পর এবার তাঁকে গলফের মাঠে দেখা যাচ্ছে।
  • 5/9

সচিন তেন্ডুলকর কিছুদিন আগেই রোড সেফটি ওয়াল্ড সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন। শুধু তাই নয়, টানা দ্বিতীয়বার এই ট্রফিও জিতেছেন। ক্রিকেট মাঠের পর এবার তাঁকে গলফের মাঠে দেখা যাচ্ছে। 
 

ছবির ক্যাপশনে সচিন লিখেছেন, 'পশ্চিমের দেশগুলির জন্য দুঃখিত, সেখানে সূর্য নাও উঠতে পারে। এই পোস্টে কমেন্ট করে ভক্তরা ভগবান হনুমানকেও স্মরণ করেছেন।
  • 6/9

ছবির ক্যাপশনে সচিন লিখেছেন, 'পশ্চিমের দেশগুলির জন্য দুঃখিত, সেখানে সূর্য নাও উঠতে পারে। এই পোস্টে কমেন্ট করে ভক্তরা ভগবান হনুমানকেও স্মরণ করেছেন।
 

সচিনকে দেখে মনে হচ্ছে তিনি হয়তো গলফ খেলতে মাঠে এসেছিলেন। তাঁর হাতে গ্লাভসও রয়েছে। পিছনে একটি ছোট গাড়িও দেখা যাচ্ছে, যা গলফ বল আনতে এবং কোর্সের  বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়। গলফ খেলতে খেলতে হয়তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করেই সচিন
  • 7/9

সচিনকে দেখে মনে হচ্ছে তিনি হয়তো গলফ খেলতে মাঠে এসেছিলেন। তাঁর হাতে গ্লাভসও রয়েছে। পিছনে একটি ছোট গাড়িও দেখা যাচ্ছে, যা গলফ বল আনতে এবং কোর্সের  বিভিন্ন প্রান্তে পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়। গলফ খেলতে খেলতে হয়তো সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর হঠাৎ করেই সচিনের মনে এমন ছবি তোলার চিন্তা আসে।
 

Advertisement
সচিনের এই পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন, 'শুধু ঈশ্বরই পারেন সূর্যকে সরিয়ে দিতে।' একই সঙ্গে, আরেক ব্যবহারকারী হনুমান চালিসার একটি শ্লোক লিখেছেন, 'যুগ সহস্ত্র যোজনায় ভানু। লিলহো তাহি মিষ্টি ফল জানু, জয় হনুমান।' আরেকজন ব্যবহারকারী লিখেছেন, 'স্যার আপনাকে আ
  • 8/9

সচিনের এই পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন, 'শুধু ঈশ্বরই পারেন সূর্যকে সরিয়ে দিতে।' একই সঙ্গে, আরেক ব্যবহারকারী হনুমান চালিসার একটি শ্লোক লিখেছেন, 'যুগ সহস্ত্র যোজনায় ভানু। লিলহো তাহি মিষ্টি ফল জানু, জয় হনুমান।' আরেকজন ব্যবহারকারী লিখেছেন, 'স্যার আপনাকে আধুনিক হনুমানের মতো দেখাচ্ছে।' 
 

রোড সেফটি সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডসকে ৩৩ রানে হারিয়েছে ইন্ডিয়া লিজেন্ডস। একই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২০ বলে ৪০ রানের ইনিংস খেলেন সচিন।
  • 9/9

রোড সেফটি সিরিজের (Road Safety World Series) ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা লিজেন্ডসকে ৩৩ রানে হারিয়েছে ইন্ডিয়া লিজেন্ডস। একই টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২০ বলে ৪০ রানের ইনিংস খেলেন সচিন।
 

Advertisement