scorecardresearch
 
Advertisement
খেলা

Mohun Bagan Day: চন্দ্রবিন্দুর গান-প্রীতি ম্যাচ, মোহনবাগান দিবসে এলাহি আয়োজন, কী কী চমক?

গত দুই বছর করোনার জন্য বড় করে মোহনবাগান দিবস আয়োজন করতে পারেননি কর্তারা। তবে এবার করোনার প্রভাব অনেকটাই কমে গিয়েছে। তাই মোহনবাগান দিবসের দিনে একেবারে পুরনো মেজাজে সবুজ-মেরুন তাঁবু।
  • 1/9

গত দুই বছর করোনার জন্য বড় করে মোহনবাগান দিবস আয়োজন করতে পারেননি কর্তারা। তবে এবার করোনার প্রভাব অনেকটাই কমে গিয়েছে। তাই মোহনবাগান দিবসের দিনে একেবারে পুরনো মেজাজে সবুজ-মেরুন তাঁবু। 
 

গোষ্ঠ পাল সরনীর ক্লাবে সাজো সাজো রব। আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্লাব চত্বরকে।
  • 2/9

গোষ্ঠ পাল সরনীর ক্লাবে সাজো সাজো রব। আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা ক্লাব চত্বরকে।
 

১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে ঐতিহাসিক আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। আর তার পর থেকেই এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে পালন করা হয়।
  • 3/9

১৯১১ সালের এই দিনেই ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে ঐতিহাসিক আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। আর তার পর থেকেই এই দিনটিকে মোহনবাগান দিবস হিসেবে পালন করা হয়।  
 

Advertisement
আজ দুপুর দেড়টায় শুরু অনুষ্ঠান। গোষ্ঠ পালের মূর্তিতে মালা দিয়ে শুরু হবে অনুষ্ঠান।
  • 4/9

আজ দুপুর দেড়টায় শুরু অনুষ্ঠান। গোষ্ঠ পালের মূর্তিতে মালা দিয়ে শুরু হবে অনুষ্ঠান। 
 

এরপর রয়েছে একটি প্রীতি ম্যাচ। প্রাক্তন ফুটবলারদের দুই ভাগে ভাগ করে হবে এই ম্যাচ। আবহাওয়ার পরিস্থিতি বুঝে ২০ মিনিট করে দুই অর্ধে ম্যাচ খেলতে পারেন প্রাক্তনরা।
  • 5/9

এরপর রয়েছে একটি প্রীতি ম্যাচ। প্রাক্তন ফুটবলারদের দুই ভাগে ভাগ করে হবে এই ম্যাচ। আবহাওয়ার পরিস্থিতি বুঝে ২০ মিনিট করে দুই অর্ধে ম্যাচ খেলতে পারেন প্রাক্তনরা।
 

দুই দলের নাম দেওয়া হয়েছে অমর একাদশের দুই ফুটবলারের নামে। শিবদাস ভাদুড়ি একাদশ ও বিজয়দাস ভাদুড়ি একাদশ। এই দুই দলে ভাগ হয়ে প্রাক্তন ফুটবলাররা প্রীতি ম্যাচে অংশ নেবেন।
  • 6/9

দুই দলের নাম দেওয়া হয়েছে অমর একাদশের দুই ফুটবলারের নামে। শিবদাস ভাদুড়ি একাদশ ও বিজয়দাস ভাদুড়ি একাদশ। এই দুই দলে ভাগ হয়ে প্রাক্তন ফুটবলাররা প্রীতি ম্যাচে অংশ নেবেন।
 

বিকেল পাঁচটায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পারফর্ম করবেন শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়।
  • 7/9

বিকেল পাঁচটায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পারফর্ম করবেন শিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়।
 

Advertisement
এরপরে সন্ধ্যা সাড়ে ছ'টায় হবে পুরস্কার বিতরনী অনুষ্ঠান। মোহনবাগান রত্ন পাবেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। এছাড়াও পুরস্কার দেওয়া হবে কিয়ান নাসিরি, লিস্টন কোলাসোদের।
  • 8/9

এরপরে সন্ধ্যা সাড়ে ছ'টায় হবে পুরস্কার বিতরনী অনুষ্ঠান। মোহনবাগান রত্ন পাবেন প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। এছাড়াও পুরস্কার দেওয়া হবে কিয়ান নাসিরি, লিস্টন কোলাসোদের।
 

এরপর মোহনবাগান দিবসের মঞ্চে পারফর্ম করবে বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু।
  • 9/9

এরপর মোহনবাগান দিবসের মঞ্চে পারফর্ম করবে বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু। ছবি-ফেসবুক  

Advertisement