ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) প্রথম ম্যাচে দর্শকরা সেই ইনিংস দেখতে পেয়েছিলেন, যে ইনিংসটি তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন।
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির এই বিস্ফোরণ বৃথা গেলেও ভক্তদের মন খুশি হয়ে উঠেছে।
চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) দল যখন সমস্যায় পড়েছিল তখন ৬১ রানে পাঁচ উইকেট হারিয়েছিল। এরপর মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ক্রিজে এসে নিজের দলকে খুব কষ্টে উদ্ধার করেন।
ক্রিজে আসার পর ধোনি অনেক সময় নেন এবং অধিনায়ক রবীন্দ্র জাদেজার সঙ্গে প্রথমে উইকেট বাঁচাতে কাজ করেন এবং তারপর শেষ ওভারে রান করেন। শেষ তিন ওভারে দুই খেলোয়াড় মিলে ৪৭ রান করেন।
প্রায় তিন বছর পর এমনটা হয়েছে, যখন এমএস ধোনি আইপিএলে ফিফটি করেছেন। ২০১৯ সালের শুরুতে, এমএস ধোনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিপক্ষে ৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। আইপিএল ২০২০, আইপিএল ২০২১-এ এমএস ধোনির ব্যাট শান্ত ছিল।
শুধু তাই নয়, এই ইনিংস দিয়ে একটি বিশেষ রেকর্ড নিজের নামে করে নিয়েছেন ধোনি। এমএস ধোনি এখন আইপিএলে পঞ্চাশ করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ছাড়িয়ে গেছেন তিনি।
এমএস ধোনি ৪০ বছর ২৬২ দিনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফিফটি করেছিলেন। তার আগে, রাহুল দ্রাবিড় ৪০ বছর ১১৬ দিনে আইপিএল ফিফটি করেছিলেন এবং সচিন তেন্ডুলকর ৩৯ বছর ৩৬২ দিন বয়সে আইপিএল ফিফটি করেছিলেন।
যদিও এমএস ধোনির ইনিংসও চেন্নাই সুপার কিংসকে হারের হাত থেকে বাঁচাতে পারেনি। চেন্নাই সুপার কিংস ১৩১ রান করে। জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে এই স্কোর টপকে যায়।