ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) অনেকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ধোনির জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে। আইপিএলের সদ্য সমাপ্ত ১৫তম মরশুমে ধোনিকে চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে।
৪০ বছর বয়সী ধোনি বর্তমানে হাঁটুর ব্যথায় ভুগছেন এবং তিনি এই সমস্যার দেশীয় উপায়ে চিকিৎসা নিচ্ছেন। রাঁচি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে লাপুং-এর গালগালি ধামে একটি গাছের নীচে বসে থাকা এক বৈদ্যের ওষুধ খাচ্ছেন ধোনি। বৈদ্য বন্দন সিং খেরওয়ার বন্য ভেষজ গাছের সাহায্যে রোগীদের চিকিৎসা করেন।
বিশেষ বিষয় হল বৈদ্য ওষুধের ডোজ বাবদ প্রতি রোগীর কাছ থেকে মাত্র ২০ টাকা নেন। ধোনির কাছ থেকেও একই পারিশ্রমিক নিয়েছেন তিনি। এমএস ধোনি এ পর্যন্ত চারবার এখানে এসেছেন এবং তাঁর ওষুধ নিয়েছেন। ধোনির বাবা-মায়ের ব্যথার ওষুধও এখান থেকেই যায়।
মহেন্দ্র সিং ধোনি জৈব পদ্ধতিতে চাষ করেন। তাঁর একটি পোলট্রিও রয়েছে। হাঁস-মুরগি পালনের পাশপাশি কড়কনাথ মুরগিও পালন করা হয় তাঁর ফার্মে। কড়কনাথ মুরগির ব্যবসা করে লাখ লাখ টাকা আয় করতে পারেন আপনিও। মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায় কড়কনাথ মুরগি প্রচুর পরিমাণে পালন করা হয়।
একটি কড়কনাথ ছানার দাম প্রায় ২০০-৩০০ টাকা। কড়কনাথ মুরগিরও অনেক ঔষধি গুণ রয়েছে। এছাড়াও, এতে কোলেস্টেরলের পরিমাণও খুব কম, যার কারণে অনেকেই এর মাংস খুব পছন্দ করেন।
অবসর নেওয়া সত্ত্বেও, ধোনি আইপিএলে সিএসকে-এর হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। আইপিএল ২০২৩-এও ধোনি CSK-এর নেতৃত্ব দেবেন।
অন্যতম সফল ফ্র্যাঞ্চেইজি হলেও এই মরশুমে খুব ভাল পারফর্ম করতে পারেনি চেন্নাই সুপার কিংস। প্লে অফে উঠতে পারেনি তারা।
১৪টি ম্যাচ খেললেও মাত্র ৪টিতে জয় পেয়েছে সিএসকে। ১০টি ম্যাচে হেরে গিয়েছে তারা। মোট ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে শেষ করেছে তারা।
এই মরশুমের শুরুর দিকে জাদেজাকে নেতৃত্বে নিয়ে আসার চেষ্টা করেছিল চেন্নাই সুপার কিংস। তবে তা সফল হয়নি। শেষ অবধি তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ায় ধোনি ফের ক্যাপ্টেন হন।