scorecardresearch
 
Advertisement
খেলা

MCC New Cricket Rules: বলে আর থুতু লাগানো যাবে না, ক্রিকেট-নিয়মে বড় বদল!

মঙ্গলবার মেরিলেবোন ক্রিকেট ক্লাব (MCC) নতুন নিয়ম ঘোষণা করেছে। এই সমস্ত নিয়ম ১ অক্টোবর, ২০২২ থেকে কার্যকর করা হবে। এখন ক্রিকেট বলের লালা (থুতু) ব্যবহার চিরতরে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ক্যাচ সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। জেনে নিন ক্রিকেটের নয়া নিয
  • 1/10

মঙ্গলবার মেরিলেবোন ক্রিকেট ক্লাব (MCC) নতুন নিয়ম ঘোষণা করেছে। এই সমস্ত নিয়ম ১ অক্টোবর, ২০২২ থেকে কার্যকর করা হবে। এখন ক্রিকেট বলের লালা (থুতু) ব্যবহার চিরতরে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ক্যাচ সংক্রান্ত নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। জেনে নিন ক্রিকেটের নয়া নিয়ম ..

ক্যাচ হওয়ার আগে ব্যাটাররা রান নিয়ে দিক পরিবর্তন করলে নতুন ব্যাটার নন স্ট্রাইকার এন্ডে থাকতেন। তবে এবার আর তা হবে না। নতুন ব্যাটারকেই স্ট্রাইক নিতে হবে।
  • 2/10

ক্যাচ হওয়ার আগে ব্যাটাররা রান নিয়ে দিক পরিবর্তন করলে নতুন ব্যাটার নন স্ট্রাইকার এন্ডে থাকতেন। তবে এবার আর তা হবে না। নতুন ব্যাটারকেই স্ট্রাইক নিতে হবে।

খেলা চলাকালীন কোনও প্রানী মাঠে ঢুকে পড়লে সেই বলকে ডেড বল বলে ঘোষণা করা হবে।
  • 3/10

খেলা চলাকালীন কোনও প্রানী মাঠে ঢুকে পড়লে সেই বলকে ডেড বল বলে ঘোষণা করা হবে।

Advertisement
ফিল্ডিং করার সময় ফিল্ডাররা এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে আগে সেই বলকে 'ডেড বল' ঘোষণা করা হত। তবে এবার থেকে তা আর হবে না। উল্টে এমন করলে পাঁচ রান পেনাল্টি হবে ফিল্ডিং টিমের 
  • 4/10

ফিল্ডিং করার সময় ফিল্ডাররা এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে আগে সেই বলকে 'ডেড বল' ঘোষণা করা হত। তবে এবার থেকে তা আর হবে না। উল্টে এমন করলে পাঁচ রান পেনাল্টি হবে ফিল্ডিং টিমের।  

করোনার কারণে বলের ওপর লালা পড়া বন্ধ হয়ে যায়। এখন এই নিয়ম চিরতরে স্থায়ী করা হয়েছে। অর্থাৎ ক্রিকেট বলকে উজ্জ্বল করতে থুতু ব্যবহার করা যাবে না। শুধুমাত্র ঘাম ব্যবহার করা হবে।
  • 5/10

করোনার কারণে বলের ওপর লালা পড়া বন্ধ হয়ে যায়। এখন এই নিয়ম পাকাপাকি ভাবে কার্যকর হতে চলেছে। অর্থাৎ ক্রিকেট বলকে উজ্জ্বল করতে থুতু ব্যবহার করা যাবে না। শুধুমাত্র ঘাম ব্যবহার করা হবে।

বল যদি পিচের বাইরে চলে যায়, সেই বলে যদি কোনো ব্যাটার শট খেলে, তবে তাঁকে বা ব্যাটের কিছু অংশ অবশ্যই মাঠে থাকতে হবে। যদি এটি না ঘটে, তবে আম্পায়ারএটিকে ডেড বল হিসেবে ঘোষণা করতে পারেন। এ ছাড়া কোনো বল যদি ব্যাটারকে পিচ থেকে বের হতে বাধ্য করে, তাহলে সেটি নো
  • 6/10

বল যদি পিচের বাইরে চলে যায়, সেই বলে যদি কোনো ব্যাটার শট খেলে, তবে তাঁকে বা ব্যাটের কিছু অংশ অবশ্যই মাঠে থাকতে হবে। যদি এটি না ঘটে, তবে আম্পায়ারএটিকে ডেড বল হিসেবে ঘোষণা করতে পারেন। এ ছাড়া কোনো বল যদি ব্যাটারকে পিচ থেকে বের হতে বাধ্য করে, তাহলে সেটি নো বল হবে।

যদি ব্যাটার একটি উদ্ভাবনী শট খেলার জন্য তার অবস্থান পরিবর্তন করে এবং বোলার সেটা বুঝে তার বলের লাইন পরিবর্তন করে তবে ওয়াইডের ক্ষেত্রে ব্যাটারদের অবস্থান অনুযায়ী বলের দূরত্ব পরিমাপ করা হবে, স্টাম্পের দূরত্ব থেকে নয়।
  • 7/10

যদি ব্যাটার একটি উদ্ভাবনী শট খেলার জন্য তার অবস্থান পরিবর্তন করে এবং বোলার সেটা বুঝে তার বলের লাইন পরিবর্তন করে তবে ওয়াইডের ক্ষেত্রে ব্যাটারদের অবস্থান অনুযায়ী বলের দূরত্ব পরিমাপ করা হবে, স্টাম্পের দূরত্ব থেকে নয়।

Advertisement
কোনো বোলার বল ফেলার আগে স্ট্রাইকে থাকা ব্যাটারকে রান আউট করার চেষ্টা করলে সেই বলকে ডেড বল হিসেবে ঘোষণা করা হবে, এটি খুব কমই ঘটে তাই আগে এটি নো বল দেওয়া হত।
  • 8/10

কোনো বোলার বল ফেলার আগে স্ট্রাইকে থাকা ব্যাটারকে রান আউট করার চেষ্টা করলে সেই বলকে ডেড বল হিসেবে ঘোষণা করা হবে, এটি খুব কমই ঘটে তাই আগে এটি নো বল দেওয়া হত।

মানকাডিং বিতর্কে দাড়ি টানল এমসিসি। ২০১৯ আইপিএল মরশুমে, রাজস্থান রয়্যালস ব্যাটার জস বাটলারকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠেছিল ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন নিয়ে। 
  • 9/10

মানকাডিং বিতর্কে দাড়ি টানল এমসিসি। ২০১৯ আইপিএল মরশুমে, রাজস্থান রয়্যালস ব্যাটার জস বাটলারকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। প্রশ্ন উঠেছিল ক্রিকেটের স্পিরিট লঙ্ঘন নিয়ে। 

মানকাডিং বৈধ বলে ঘোষণা করল এমসিসি। ফলে আর বিতর্কের জায়গা থাকল না এই আউট নিয়ে। 
  • 10/10

মানকাডিং বৈধ বলে ঘোষণা করল এমসিসি। ফলে আর বিতর্কের জায়গা থাকল না এই আউট নিয়ে। 

Advertisement