গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের (Team India) তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant)। শুক্রবার সকালে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পুড়ে যায় তাঁর গাড়িও।
ঋষভ পন্তের গাড়ির দুর্ঘটনা ঘটে সকাল ৫.১৫ নাগাদ। নরসান সীমান্তে তাঁর মার্সিডিজ গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। দিল্লিতে ফিরছিলেন ভারতীয় দলের এই তারকা।
জানা গিয়েছে দেহরাদুন থেকে দিল্লিতে ফেরার সময় নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন পন্ত। গাড়ি চালাতে চালাতেই ঘুমিয়ে পড়েন তিনি। আর তার জেরেই দুর্ঘটনা ঘটে।
ঋষভ পন্তকে রুরকির সাক্ষম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঋষভ এখন আশঙ্কামুক্ত। জখম হয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে।
পন্তের দুর্ঘটনার সময়ের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে কীভাবে ঘটল এমন দুর্ঘটনা। ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঋষভ পন্ত। তাঁর পিঠে গভীর ক্ষত হয়েছে। ছেলে গিয়েছে পিঠের অনেকটাই। তাঁর পায়েও গুরুতর চোট রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাঁর প্লাস্টিক সার্জারি করার কথা ভাবছেন চিকিৎসকরা।
ঋষভ পন্তের গাড়ি দুর্ঘটনার অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে। পন্তের হাসপাতালে ভর্তি হওয়াদের ছবিও দেখা যায়। চিকিৎসক জানিয়েছেন, পান্তের পায়ে গুরুতর চোট রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত রয়েছে। বিভিন্ন শারীরিক পরীক্ষা হচ্ছে পন্তের।