এশিয়া কাপ (Asia Cup 2022) থেকে বিদায়ের মুখে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। সুপার ফোর পর্বে প্রথমে পাকিস্তান ও পরে শ্রীলঙ্কার কাছে হারের ফলে বিরাট সমস্যায় পড়তে হয়েছে ভারতীয় দলকে (Team India)। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে এটাই ছিল প্রথম বড় টুর্নামেন্ট। কিন্তু এখান থেকেও খালি হাতেই ফিরতে হতে পারে টিম ইন্ডিয়াকে।
প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) সময় ভারতীয় দল আইসিসির (ICC) কোনও টুর্নামেন্টে জিততে পারেনি। তাই তিনিও প্রচুর সমালোচিত হন তিনি। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল রোহিতকে।
সাংবাদিক সম্মেলনে, রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বিরাট কোহলির নেতৃত্বে আমরা দ্বিপাক্ষিক সিরিজ জিতেছি। তবে বড় টুর্নামেন্ট এবং আইসিসি টুর্নামেন্টে হেরে গিয়েছি। এখন আপনার সঙ্গেও একই ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে। এই প্রশ্নের জবাবে রোহিত শর্মা বলেন, 'দলে কোথাও কোনও অভাব নেই, আমাদের দলে মান ঠিক রয়েছে।'
রোহিত আরও বলেন, 'দল একটানা অনেক ম্যাচ খেলেছে, জিতেছেও। যেসব টুর্নামেন্টে বিভিন্ন ধরনের দল থাকে, সেখানে চাপ বেশি থাকে। আপনি যদি দ্বিপাক্ষিক সিরিজে একই দলের বিপক্ষে খেলতে থাকেন তবে একই দলের বিরুদ্ধে কৌশল করতে হবে। কিন্তু এখানে বিভিন্ন দলের বিপক্ষে খেলাটা একটা চ্যালেঞ্জ।'
আসন্ন টি২০ বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী রোহিত। তিনি বলেন, ''দলের সকলেই জানে আইসিসি টুর্নামেন্টে ভাল ফল করা যে আমাদের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ তা দলের সকলেই জানে। আমরা অতীতেও অনেক আইসিসি টুর্নামেন্ট খেলেছি, জিতেওছি। তবে ভবিষ্যতে আমরা আরও উন্নতি করতে চাই।''
এর আগে বিরাট কোহলির নেতৃত্বে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy), ওয়ানডে বিশ্বকাপ (ICC World Cup) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) খেলেছিল। যদিও কোনটাই জিততে পারেনি ভারত। এরপরেই রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়।
সেই সময় ভারতের ভক্তরা আশা করেছিলেন আইসিসি টুর্নামেন্টে রোহিতের নেতৃত্বে ভাল কিছু করতে পারবে ভারতীয় দল। তবে এশিয়া কাপে পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় সেই আশা ভঙ্গ হয়েছে।