scorecardresearch
 
Advertisement
খেলা

ঠিক সিনেমার মতো! কোচের মেয়ের সঙ্গে প্রেম-বিয়ে সুরেশ রায়নার

রায়না
  • 1/8

ভারতীয় দলের তারকা ক্রিকেটার সুরেশ রায়না গত কাল মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। মিস্টার আইপিএল নামে পরিচিত রায়না সোশাল মিডিয়ায় নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান।

রায়না
  • 2/8

সুরেশ রায়না ১৫ অগাস্ট ২০২০-তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। কিন্তু তিনি উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। এখন তিনি সম্পূর্ণ অবসর নিয়েছেন। এর ফলে বিভিন্ন বিদেশে টি-টোয়েন্টি লিগে খেলতে দেখা যাবে তাঁকে।

রায়না
  • 3/8

চলতি বছর ১০ সেপ্টেম্বর থেকে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলতে দেখা যাবে রায়নাকে। রায়না ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে এখন পরিবারকেও সময় দিতে চান। তিনি স্ত্রী প্রিয়াঙ্কা, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখী সংসার রায়নার।

Advertisement
রায়না
  • 4/8

রায়নার মেয়ে গ্রাসিয়ার বয়স ৬ বছর, আর ছেলে রিও-র বয়স মাত্র ২ বছর। সুরেশ রায়না এবং প্রিয়াঙ্কা চৌধুরীর প্রেম-কাহিনিও খুব আকর্ষণীয়। অনেকটা বলিউড ফিল্মের মতো। দুজনেই একে অপরকে ছোটবেলা থেকেই চিনতেন।

রায়না
  • 5/8

তেজপাল চৌধুরীর যিনি সুরেশ রায়নার প্রথম কোচ ছিলেন, তাঁরই মেয়ে প্রিয়াঙ্কা। তেজপাল গাজিয়াবাদে বহু নামী খেলোয়াড়কে প্রশিক্ষণ দিয়েছেন। রায়নাও তাঁদের মধ্যে একজন। সুরেশ এবং প্রিয়াঙ্কা মুরাদনগরে প্রতিবেশী ছিলেন এবং তাদের পরিবার একে অপরকে খুব ভালোভাবে চিনত।

রায়না
  • 6/8

শৈশবে একে অপরকে ভালো করে চিনলেও দু'জনই বড় হয়ে আলাদা হয়ে যান। রায়না যখন টিম ইন্ডিয়ার হয়ে খেলতে শুরু করেন, প্রিয়াঙ্কা নেদারল্যান্ডে ব্যাঙ্কিং সেক্টরে কাজ শুরু করেন। এরই মধ্যে আবারও যোগাযোগ হয় দুজনের মধ্যে। ফোনে কথা হয় তারপর বিষয়টি বিয়ে পর্যন্ত গড়ায়।

রায়না
  • 7/8

সুরেশ রায়না এবং প্রিয়াঙ্কা ৩ এপ্রিল ২০১৫-এ গাঁটছড়া বাঁধেন। এখন দুজনেই দুই সন্তানের বাবা-মা। রায়না ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আইপিএলে ২০৫টি ম্যাচ খেলেছেন, যাতে তিনি মোট ৫৫২৮ রান করেছেন।

Advertisement
রায়না
  • 8/8

ছবি সৌজন্য: টুইটার এবং ইনস্টাগ্রাম।

Advertisement