Advertisement
খেলা

পুরো ফিল্মি স্টাইলে ঋতিকাকে প্রোপোজ় করেছিলেন রোহিত! তারপর যা হল...

রোহিত এবং ঋতিকার লাভ স্টোরি
  • 1/6

একটা দীর্ঘ প্রেমপর্ব কাটানোর পর ঋতিকাকে প্রোপজ় করেছিলেন রোহিত শর্মা। তারপর এক তারকাখচিত বিবাহ। আসুন, এই ফিল্মি লাভ স্টোরি নিয়ে আরও কিছুটা জেনে নেওয়া যাক!

রোহিত এবং ঋতিকার লাভ স্টোরি
  • 2/6

বিয়ে করার আগে রোহিত এবং ঋতিকা একে অপরকে প্রায় ৬ বছর ধরে চিনতেন। তবে তাঁরা পেশার সূত্রেই প্রথমবার একে অপরের সঙ্গে দেখা করেছিলেন। ঋতিকা একজন স্পোর্টস ইভেন্ট ম্যানেজার ছিলেন। একজন ম্যানেজার হিসেবেই তিনি রোহিতের বিভিন্ন ক্রিকেট এনগেজমেন্ট দেখাশোনা করতেন।

রোহিত এবং ঋতিকার লাভ স্টোরি
  • 3/6

যাঁরা জানেন না, তাঁদের জানিয়ে রাখি, ঋতিকা যুবির রাখি পরানো বোন। প্রথম প্রথম কাজের সূত্রেই রোহিত এবং ঋতিকা একে অপরের সঙ্গে দেখা করতেন। তারপর বন্ধু হিসেবে। তারপর 'বিশেষ' বন্ধু হিসেবে। দেখতে না দেখতেই তাঁদের এই বন্ধুত্ব প্রেমে পৌঁছে গেল। দুজনেই ঠিক করলেন, এই সম্পর্কটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন।

Advertisement
রোহিত এবং ঋতিকার লাভ স্টোরি
  • 4/6

অবশেষে প্রেম প্রস্তাব। প্রায় ছ'বছর ধরে ডেট করার পর রোহিত ঠিক করলেন যে তাঁর প্রেমিকাকে একটা সারপ্রাইজ় দেবেন। রোহিত এমন একটা জায়গায় নিয়ে গিয়ে ঋতিকাকে প্রোপজ় করেছিলেন যেটা তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ।

রোহিত এবং ঋতিকার লাভ স্টোরি
  • 5/6

মুম্বইয়ের বোরিভালি স্পোর্টিং ক্লাবে ঋতিকাকে নিয়ে আসেন রোহিত। এখান থেকেই ১১ বছর বয়সে নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান ওপেনার। তারপর তাঁর সামনে হাঁটু মুড়ে বসে হিরের আঙটি দিয়ে প্রোপজ় করেন। বলেন, "আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে বিয়ে করবে?" সেদিন সেই প্রস্তাব ফেরাতে পারেননি ঋতিকা।

রোহিত এবং ঋতিকার লাভ স্টোরি
  • 6/6

তারপর আর কী! বিয়ে। ২০১৫ সালের ৩ জুন তারকাখচিত বিয়ে সম্পন্ন হয় রোহিত এবং ঋতিকার। তারপর থেকে পাঁচ বছর কেটে গেছে। কিন্তু, এই প্রেমের রূপকথা আজও সমানতালে চলছে।

Advertisement