scorecardresearch
 
Advertisement
খেলা

শততম টেস্ট কখনই সহজ নয়, ইশান্তের কৃতিত্বকে কুর্নিশ; স্পষ্ট কথা রোহিতের

ইশান্ত শর্মা
  • 1/6

আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে আজ শততম টেস্ট ম্যাচ খেলতে নামছেন ভারতের অভিজ্ঞ পেস বোলার ইশান্ত শর্মা। আর ইশান্তের এই কৃতিত্বকে কুর্নিশ জানালেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা। তিনি সাফ জানিয়ে দিলেন, এতগুলো ম্যাচ খেলা একেবারেই সহজ কাজ নয়।

ইশান্ত শর্মা
  • 2/6

আজ আমেদাবাদে ইশান্ত শর্মা দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করতে চলেছেন। ইতিপূর্বে এই কৃতিত্ব অর্জন করেছিলেন কপিল দেব।

ইশান্ত শর্মা
  • 3/6

রোহিত শর্মা বললেন, "ইশান্ত তাঁর কেরিয়ারে যা অর্জন করেছেন, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শততম টেস্ট ম্যাচ খেলা তো আর মুখের কথা নয়।"

Advertisement
ইশান্ত শর্মা
  • 4/6

অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও ইশান্তের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এতদিন ধরে ভারতীয় ক্রিকেটকে সেবা করার জন্য তিনি ইশান্ত শর্মাকে কৃতিত্ব দিলেন।

ইশান্ত শর্মা
  • 5/6

কোহলি বললেন যে নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করার জন্য ইশান্ত শর্মা টেস্ট ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন। সেকারণে ভারতীয় ক্রিকেট দলের এই বোলারকে আলাদা করে ধন্যবাদ দেওয়া উচিত।

ইশান্ত শর্মা
  • 6/6

গতকাল একটি সাংবাদিক বৈঠকে তিনি বললেন, "এতদিন ধরে কোনও মিডিয়াম পেসার ক্রিকেট খেলছে, এমনটা তো আজকাল আর দেখাই যায় না। ইশান্ত খুব সহজেই সাদা বলে ক্রিকেট খেলতে পারতেন। কিন্তু, তিনি সেটা করেননি। এজন্য ওকে আলাদা করে ধন্যবাদ দেওয়া উচিত। ওকে শততম টেস্ট ম্যাচ খেলতে দেখে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। আশা করব, আরও বহু বছর ও এভাবেই ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলে যেতে পারবে।"

দেখে নিন পিঙ্ক বল টেস্টে খেলতে নামার আগে কীভাবে অনুশীলন সারছেন বিরাট কোহলিরা VIDEO

Advertisement