scorecardresearch
 
Advertisement
খেলা

Shoaib Akhtar : 'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!

'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!
  • 1/9

Shoaib Akhtar: টি 20 বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই শিরোনামে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। বিশেষ করে ভারতকে হারানোর পর পাকিস্তানের স্টার ক্রিকেটারদের টেলিভিশনের টক শোতে দেখা যাচ্ছে। শোয়েব আখতারও তাঁদের মধ্যে অন্যতম। 

 

'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!
  • 2/9

আর এই টিভি শো ঘিরেই বিতর্কে জড়ালেন শোয়ের আখতার। পাকিস্তানের একটি জনপ্রিয় চ্যানেলে টক শো-তে অংশ নিয়েছিলেন শোয়েব। সেখান থেকে তিনি বেরিয়ে চলে আসেন।

'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!
  • 3/9

তিনি অভিযোগ করেন, ওই টকশোতে তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল তা আসলে কোনওভাবেই মেনে নেওয়া যায় না। সেই কারণে অনুষ্ঠানের মাঝপথেই তিনি চলে আসেন। 

Advertisement
'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!
  • 4/9

ওই অনুষ্ঠানে ভিভ রিচার্ড-সহ পাকিস্তানের বেশ কয়েকজন তারকা ছিলেন। ম্যাচ নিয়ে টক শো চলছিল। শোটির সঞ্চালনা করছিলেন নোমান নিয়াজ। তিনি শোয়েব আখতারকে এমন কিছু বলেন যা শুনে পাকিস্তানের ওই প্রাক্তন তারকা অপমানিত বোধ করেন। 

'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!
  • 5/9

আসলে শো চলাকালীন পাকিস্তানের ক্রিকেট নিয়ে বলছিলেন আখতার। তখন ওই সঞ্চালক তাঁকে বলেন, 'আপনি বোধহয় ওভারস্মার্ট হওয়ার চেষ্টা করছেন। চাইলে এই শো ছেড়ে চলে যেতে পারেন।' 

'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!
  • 6/9

শোয়েবের অভিযোগ এতেই অপমানিত বোধ করেন তিনি। তারপর লাইভ অনুষ্ঠান ছেড়ে চলে আসেন। তিনি বলেন, 'আমি পিটিভি থেকে ইস্তফা দিচ্ছি। আমি মনে করি, এখানে থাকার কোনও মানে নেই।' 

'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!
  • 7/9

এরপর ফের টুইটবার্তায় শোয়েব জানান, তাঁকে অপমান করার জন্য ওই শোয়ের সঞ্চালককে তিনি ক্ষমা চাইতে বলেছিলেন। তবে তিনি তা করেননি। এতে তিনি অপমানিত বোধ করেছেন।

Advertisement
'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!
  • 8/9

শোয়ের আরও বলেন, 'প্যানেলে অনেক বিদেশি খেলোয়াড় ছিলেন। তাঁদের সামনে আমাকে অপমান করা হল। এতে দেশের ভাবমূর্তি .নষ্ট হল।' 

'শো থেকে বেরিয়ে যান', আখতারকে 'অপমান' পাক অ্যাঙ্কারের!
  • 9/9

এদিকে গোটা ঘটনা এখন সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোরচর্চা। 

Advertisement