Advertisement
ভাইরাল

আবার যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনাল্ডো! সোশ্যাল মিডিয়ায় দিলেন সুসংবাদ

রোনাল্ডো ও জর্জিয়ানা
  • 1/8

পর্তুগালের ফুটবল স্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও একবার বাবা হতে চলেছেন। যমজ বাচ্চা জন্ম দিতে চলেছেন তাঁর পার্টনার জর্জিয়ানা। এ খবর খোদ রোনাল্ডো জানিয়েছেন সোশ্যাল সাইটে।
 

রোনাল্ডো ও জর্জিয়ানা
  • 2/8

ক্রিস্টিয়ানো রোনাল্ডো সোশ্যাল মিডিয়া একাউন্টে লিখেছেন, এটা জানি অত্যন্ত খুশির খবর। আমরা টুইনমসের বাবা-মা হতে চলেছি। আমাদের মন হৃদয় ভালোবাসায় ভরে গিয়েছে। নতুন অতিথিকে উদ্দেশ্য করে তারা লিখেছেন যে, আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষা কর সইছে না।

রোনাল্ডো ও জর্জিয়ানা
  • 3/8

রোনাল্ডো এবং জর্জিয়ানার এই ছবির সঙ্গে আল্ট্রাসাউন্ড রিপোর্ট পেশ করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও আরও একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি তার বাচ্চার সঙ্গে সুইমিংপুলে স্নান করছেন এবং মজা করছেন এবং তার পার্টনার জর্জিয়ানা এর আগে এক মেয়ের জন্ম দিয়েছিলেন।

Advertisement
রোনাল্ডো ও জর্জিয়ানা
  • 4/8

৩৬ বছর বয়সী রোনাল্ডোর এর আগে ১১ বছরের একটি ছেলে এবং চার বছরের একটি টুইনসের বাবা। ৩৬ বছর বয়সে রোনাল্ডো পৃথিবীর সেরা খেলোয়াড়দের অন্যতম। কিছু সময় আগে রোনাল্ডোর নিজের ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ফেরত এসেছে। তখন থেকেই তিনি খবরের শিরোনামে রয়েছেন।

রোনাল্ডো ও জর্জিয়ানা
  • 5/8

এর আগে রোনালদো রিয়েল মাদ্রিদ এর সঙ্গ ছেড়ে জুভেন্তাসের খেলতে এসেছিলেন এবং যদি রোনাল্ডোর পার্টনার জর্জিয়ানা রদ্রিগেজ এর কথা বলতে হয়, তাহলে তিনি স্প্যানিশ মডেল।

রোনাল্ডো ও জর্জিয়ানা
  • 6/8

২০১৭ সালে একে অন্যের হাত ধরেন। সোশ্যাল মিডিয়াতে নিজের ফটো পোস্ট করতে জর্জিয়ানা সিদ্ধহস্ত। তার শ্যুট এবং ছুটি কাটানোর ভিডিও ছবি রয়েছে। ১১ বছরের ছেলে তার প্রথম রিলেশনশিপের ফসল। কিন্তু কখনও তার মায়ের নাম রোনাল্ডোর সামনে আসেনি। যেখানে ছেলেটি তার সঙ্গেই থাকেন এবং রোনাল্ডোর পার্টনারের সঙ্গে সমঝোতা রয়েছে ছেলেকে নিয়ে।

রোনাল্ডো ও জর্জিয়ানা
  • 7/8

এর আগে রোনাল্ডো রাশিয়ান মডেল এর সঙ্গে রিলেশনশিপে ছিলেন। ২০১৫ সালে রিলেশনশিপ শেষ হয়ে যায়। ২০১৭ সাল থেকে জর্জিয়ানা রদ্রিগেজ এর সঙ্গে রয়েছেন। দুজনে এখনও পর্যন্ত বিয়ে করেননি কিন্তু তারা একটি মেয়ের জন্ম দিয়েছেন। পাশাপাশি আরও দুটি বাচ্চা জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। দুজনে লাগাতার নিজস্ব সোশ্যাল মিডিয়া একাউন্টে একসঙ্গে ইনজয় করতে দেখা যাচ্ছে ।

 

Advertisement
রোনাল্ডো ও জর্জিয়ানা
  • 8/8

পর্তুগাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য খেলা ক্রিশ্চিয়ানো রোনালদো অলটাইম গ্রেট খেলোয়াড়দের মধ্যে অন্যতম। অন্তত প্রথম ৫০ এর তালিকা তৈরি করলে তার নাম নিশ্চয়ই আসবে। সমসাময়িকদের মধ্যে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। তিনি এখনও পর্যন্ত নিজের ক্যারিয়ারে বিষ্বকাপ ছাড়া সমস্ট ট্রফিই পেয়েছেন।

Advertisement