২৩.৬ কোটি টাকায় দোতলা বাংলো, তাও আবার মধ্য কলকাতায়। দাম বেশী নয়, প্রায় ৪০ কোটি টাকা। এমন বাড়ি কিনেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
বেহালার পৈত্রিক বাড়ি ছেড়ে এখনই এই বাড়িতে আসছেন না বিসিসিআই প্রেসিডেন্ট। দুই বছর ধরে নিজের মনের মত করে সাজাবেন এই বাড়ি।
অন্দরমহল কী ভাবে সাজাবেন তা নিয়ে এখনই মুখ খুলতে নারাজ বাংলার মহারাজ। তবে জানা গিয়েছে বাড়িটির সামনের দিকে বেশ কিছুটা জায়গা জুড়ে তৈরি হবে মর্নিং ওয়াকের জন্য জায়গা, থাকবে স্যুইমিং পুলও৷
এছাড়াও থাকবে আরও চমক৷ একেবারে স্বপ্নের মতো করে নিজের বাড়ি সাজাবেন সৌরভ৷ এর আগে বাইপাসের ধারে বাড়ি কেনার চেষ্টা করেছিলেন তিনি। তবে নানা কারণে তা আর হয়ে ওঠেনি।
বোর্ডের কাজ সামলানোর পাশাপাশি অন্যন্য কাজের জন্যও মধ্য কলকাতায় থাকলে সুবিধা হয়। সেই কারণেই এখানে বড়ি কিনলেন বোর্ড সভাপতি।
এর আগেও লন্ডনে দারুণ একটি বাড়ি কিনেছিলেন সৌরভ। সানা পড়েন লন্ডনে। আর থাকেন এই বাড়িতেই। সময় পেলেই লন্ডনের বাড়িতে ছুটি কাটাতে চলে যান সৌরভ।
রওডন স্ট্রিটের বাসিন্দা হচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ। ৩ বছর পর এখানে পাকাপাকি ভাবে থাকতে শুরু করবেন তিনি৷