scorecardresearch
 
Advertisement
ভাইরাল

MI vs DC IPL 2022: জিতল MI, নাচল RCB; বিরাট-ফাফদের উদ্দাম উচ্ছ্বাস Viral

RCB-র উচ্ছ্বাস
  • 1/7

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ (IPL) এ শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) হারিয়ে দেয় এই টুর্নামেন্টের সবচেয়ে খারাপ ফর্মে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। তারা নিজেদের সম্মান কিছুটা রক্ষা করা ছাড়া আর কোনও লাভ করতে পারেনি। কিন্তু অন্যদিকে তাদের এই জয়ে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু (RCB) প্লে অফে (Play Off) পৌঁছে গিয়েছে।
 

RCB-র উচ্ছ্বাস
  • 2/7

দিল্লি ক্যাপিটালস (DC) শেষমেশ ২ পয়েন্ট পিছনে থেকে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)কে প্লে-অফে খেলতে জায়গা করে দিয়েছে। ৫ উইকেটে হেরে তারা এবারের মত বিদায় নিয়েছে। দিল্লি (Delhi) যদি জিততে পারত, তাহলে রান রেট (Run rate) এর বিচারে এগিয়ে থাকার সুবাদে আরসিবি কে সরিয়ে তারাই জায়গা করে নিত।

RCB-র উচ্ছ্বাস
  • 3/7

আরসিবি (RCB) টিম বড় স্ক্রিনেই ম্যাচ একসঙ্গে বসে দেখছিল। যখনই মুম্বই (MI) দলের এক একটি বড় শট গ্যালারিতে গিয়ে পড়েছে, লাফিয়ে উঠতে দেখা গিয়েছে বিরাট(Virtat Kohli), ফাফ (Faff Duplesis), ম্যাক্সওয়েলদের (Glen Maxwell)। এমনকী ম্যাচ শেষে যখন শেষ হাসি হাসে মুম্বই, তাদের চেয়ে বেশি উচ্ছ্ব,সিত হতে দেখা যায় আরসিবি টিমকে। একে অপরকে জড়িয়ে ধরে উন্মাদের মত লাফিয়ে ঝাঁপিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন তারা।

Advertisement
RCB-র উচ্ছ্বাস
  • 4/7

করবে নাই বা কেন? মুম্বইয়ের এই একটা পড়ে পাওয়া জয়, আরসিবিকে তাদের প্লে অফের রাস্তা পরিষ্কার করে দিয়েছে। এবার নতুন করে তাদের কোয়ালিফায়ারে (Qualifier) ওঠার চ্যালেঞ্জ। কিন্তু সেসব নিয়ে এখন কে ভাবে? আপাতত প্লে অফে ওঠাতে বুঁদ গোটা বেঙ্গালুরু দল।

RCB-র উচ্ছ্বাস
  • 5/7

ম্যাচ শেষে কোহলি এবং গোটা দলের উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেই ছবি শেয়ার হচ্ছে ইন্টারনেটে (Internet)। কাতারে কাতারে লাইক (Like), মিম (Meme), কমেন্টের (Comment) বন্যা ভরে গিয়েছে তাদের টুইটার হ্যান্ডেল(Twitter)।

 

RCB-র উচ্ছ্বাস
  • 6/7

আরসিবি ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ নম্বরে থেকে শেষমেষ প্লে-অফে জায়গা করে নিয়েছে। যদিও টুর্নামেন্টের মাঝপথে সামান্য পা হড়কে না গেলে তাদের স্বাভাবিকভাবেই নিরাপদ থাকার কথা ছিল। কিন্তু মাঝের রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)-এর তুমুল লড়াই তাদের পিছনের সারিতে ঠেলে দেয়। প্রথমদিকে ভালো শুরু করেও লখনউ সুপার জায়ান্টস (LSG) তৃতীয় নম্বরে নেমে আসে। শেষের দিকের কয়েকটা ম্যাচ হারাতে এখন প্লে-অফে বিরাট বাহিনী নামবে LSG টিমের সঙ্গে খেলতে। অন্যদিকে রাজস্থান রয়্যালস(RR) খেলবে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) (GT) সঙ্গে।

 

RCB-র উচ্ছ্বাস
  • 7/7

ম্যাচে মুম্বাই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। জসপ্রীত বুমরা (Jaspreet Bumrah) ফর্মে ফিরে দিল্লি দলের পাঁজর ভেঙে দেন। সে থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি। ম্যাচের শেষে রিকি পন্টিংকে (Ricky Ponting) উত্তেজিতভাবে রিসব পন্তকে (Rishab Pant) কিছু বোঝাতে দেখা যায়। যদিও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

Advertisement