scorecardresearch
 
Advertisement
খেলা

T20 World Cup Team India: T20 বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ক্রুজে 'মস্তি' টিম ইন্ডিয়ার, PHOTOS

অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) খেলতে ইতিমধ্যেই চলে গিয়েছে ভারতীয় দল (Team India)। প্রস্তুতি ম্যাচও খেলা শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ।
  • 1/8

অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) খেলতে ইতিমধ্যেই চলে গিয়েছে ভারতীয় দল (Team India)। প্রস্তুতি ম্যাচও খেলা শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। 
 

ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। শুরুতেই সামনে চিরপ্রতিদ্বন্দ্বী। গতবার পাকিস্তানের বিরুদ্ধেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাই এবার আরও সতর্ক ভারতীয় দল। অনুশীলন করার পাশাপাশি নিজেদের মধ্যে মজা করছেন টিম ইন্ডিয়ার সদস্যরা।
  • 2/8

ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। শুরুতেই সামনে চিরপ্রতিদ্বন্দ্বী। গতবার পাকিস্তানের বিরুদ্ধেই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাই এবার আরও সতর্ক ভারতীয় দল। অনুশীলন করার পাশাপাশি নিজেদের মধ্যে মজা করছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। 
 

ছুটির দিন দারুণ উপভোগ করছেন ভারতীয় দলের সদস্যরা। পার্থে ঘুরে বেড়াতে দেখা গেল রোহিত শর্মাদের। বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের বেশ কিছু ছবি শেয়ার করেছে। এখানে দেখা যাচ্ছে, গেম খেলছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
  • 3/8

ছুটির দিন দারুণ উপভোগ করছেন ভারতীয় দলের সদস্যরা। পার্থে ঘুরে বেড়াতে দেখা গেল রোহিত শর্মাদের। বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের বেশ কিছু ছবি শেয়ার করেছে। এখানে দেখা যাচ্ছে, গেম খেলছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। রয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। 
 

Advertisement
দারুণ মেজাজে দেখা গিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। তিনি তাঁর ইনস্টাগ্রামে ক্রুজে বসে থাকার একটি ছবি শেয়ার করেছেন। যা বেশ ভাইরাল হয়েছে।
  • 4/8

দারুণ মেজাজে দেখা গিয়েছে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। তিনি তাঁর ইনস্টাগ্রামে ক্রুজে বসে থাকার একটি ছবি শেয়ার করেছেন। যা বেশ ভাইরাল হয়েছে। 
 

বিরাট কোহলি আবার কোকার সঙ্গে পোজ দিয়েছেন। এই প্রাণীটি অস্ট্রেলিয়ায় খুব বিখ্যাত, বিসিসিআই বিরাট কোহলির এই ছবি আপলোড করতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা।
  • 5/8

বিরাট কোহলি আবার কোকার সঙ্গে পোজ দিয়েছেন। এই প্রাণীটি অস্ট্রেলিয়ায় খুব বিখ্যাত, বিসিসিআই বিরাট কোহলির এই ছবি আপলোড করতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। 
 

টিম ইন্ডিয়ার সাপোর্টিং স্টাফদের মধ্যে অন্যতম রাজল অরোরাও তাঁর ইনস্টাগ্রামে অনেক গুলি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে কেএল রাহুল সহ টিম ইন্ডিয়ার অন্যান্য খেলোয়াড়দের দেখা যাচ্ছে।
  • 6/8

টিম ইন্ডিয়ার সাপোর্টিং স্টাফদের মধ্যে অন্যতম রাজল অরোরাও তাঁর ইনস্টাগ্রামে অনেক গুলি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে কেএল রাহুল সহ টিম ইন্ডিয়ার অন্যান্য খেলোয়াড়দের দেখা যাচ্ছে।
 

৭ অক্টোবর অস্ট্রেলিয়ায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া। যেখানে তারা এখনও পর্যন্ত একটি ওয়ার্ম আপ খেলেছে। যাতে দল জিতেছে। ভারত ওয়েস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি  প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে
  • 7/8

৭ অক্টোবর অস্ট্রেলিয়ায় পৌঁছে যায় টিম ইন্ডিয়া। যেখানে তারা এখনও পর্যন্ত একটি ওয়ার্ম আপ খেলেছে। যাতে দল জিতেছে। ভারত ওয়েস্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি  প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে।
 

Advertisement
টি২০ বিশ্বকাপে খেলার জন্য মহম্মদ শামিও অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন। মূল দলে না থাকলেও শামি স্ট্যান্ডবাই দলে রয়েছেন। বুধবারই বিশেষ বিমানে অস্ট্রেলিয়া চলে যান ভারতের নির্ভরযোগ্য পেস বোলার। জসপ্রীত বুমরা না থাকায় তাঁর জায়গায় দলে সুযোগ পেতে পারেন তিনি।
  • 8/8

টি২০ বিশ্বকাপে খেলার জন্য মহম্মদ শামিও অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন। মূল দলে না থাকলেও শামি স্ট্যান্ডবাই দলে রয়েছেন। বুধবারই বিশেষ বিমানে অস্ট্রেলিয়া চলে যান ভারতের নির্ভরযোগ্য পেস বোলার। জসপ্রীত বুমরা না থাকায় তাঁর জায়গায় দলে সুযোগ পেতে পারেন তিনি।  
 

Advertisement